সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে: তারেক রহমান

- আপডেট সময় : ১১:০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন।
রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপির মিডিয়া সেল। ইফতার মাহফিলে যোগ দেন বিভিন্ন জাতীয় দৈনিক ও টেলিভিশনের সাংবাদিকরা।
লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে।’
সবাই সচেতন ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্র মোকাবিলা সম্ভব বলেও মন্তব্য করেন তারেক রহমান। যেকোনো মূল্যে দেশের বিরুদ্ধে চলা যড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশপ্রেমিক সেনাবাহিনীকে দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।