বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সমর্থন চাইলেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত
- আপডেট সময় : ০৭:০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩
- / ৫৪১ বার পড়া হয়েছে
মানবতার স্বার্থে বাংলাদেশসহ সব মুসলিম উম্মাহর সমর্থন চাইলেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এসওয়াই রমজান। তিনি বলেন, ইসলামি সহযোগিতে সংস্থাভুক্ত (ওআইসি) দেশগুলোর ঐক্য ও রাজনৈতিক সদিচ্ছাই পারে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত করতে।
ইউসুফ এসওয়াই রমজানের প্রশ্ন, যেই পশ্চিমা দেশগুলো মানবাধিকার নিয়ে অন্যদের জ্ঞান দেয়, তারা কীভাবে সমর্থন দিচ্ছে ইসরায়েলকে?
হামাস অধ্যুষিত গাজার নিয়ন্ত্রণ নিতে বিদ্যুৎ, খাবার, পানি, ওষুধ ও গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে মানবিক বির্পযয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। সংঘাত শুরু হয় ইসরায়েলের ওপর হামাসের গেরিলা হামলার মধ্য দিয়ে। জবাবে বহুমুখী হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।
ঢাকার ফিলিস্তিনি রাষ্ট্রদূত অভিযোগ করেন, পশ্চিমা বিশ্বের ইন্ধনে বহু বছর ধরে গাজার ওপর হামলা চালাচ্ছে ইসরায়েল। এখন ৭৫ বছর ধরে চলা নির্যাতনের জবাব দেওয়া হচ্ছে।
ইউসুফ এসওয়াই রমজান বলেন, ‘গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন নিয়ে অনেক দেশের ওপর প্রভাব খাটানোর চেষ্টা করে পশ্চিমা বিশ্ব। তারা কীভাবে ইসরায়েলের হামলাকে সমর্থন দিচ্ছে সেটাই আমার প্রশ্ন। তবে কি তারা চাচ্ছে লাখ লাখ ফিলিস্তিনি খাদ্য ও পানির অভাবে মারা যাক। এদের কি কোনো মানবতা নেই, এরা কি শুধু ক্ষমতা বোঝে।’
রাষ্ট্রদূত বলেন, তার দেশ কোনো অস্ত্র সহায়তা চায় না। ফিলিস্তিনিরা চায়, আরবসহ মুসলিম বিশ্ব মানবতার পাশে থাকুক। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক।
ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত আরও বলেন, ‘এটাই হতে পারে ফিলিস্তিন ও ইসরায়েলের শেষ যুদ্ধ। আমরা চাই, আরব ও মুসলিম দেশগুলো সহযোগিতা করবে। অন্তত ওআইসিভুক্ত দেশগুলো পাশে দাঁড়ালেই মানবতার জয় হবে। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে রয়েছে। এদেশের সরকারও সমর্থন দেবে বলে আমি আশা করি।’
এ সময় হামাসের প্রতিরোধ অভিযান এবং ইসরায়েলি আগ্রাসনকে একই দৃষ্টিকোণ থেকে না দেখার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত।