ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালো গুগল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগলের হোমপেজে করা এই বিশেষ ডুডলে জায়গা করে নিয়েছে লাল-সবুজের ঢেউ খেলানো পতাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোমপেজে ডুডলটি দেখা যাচ্ছে। এখন গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত বিশেষ ডুডলটি। এর নকশায় দেখা গেছে, নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়ছে লাল-সবুজের পতাকা। তা নিচেই ইংরেজিতে লেখা রয়েছে গুগল।

ডুডলের নিচে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন আয়োজনের কথা। লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগের কথা। এছাড়া স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ। আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

প্রসঙ্গত, গুগল প্রায়ই বিভিন্ন দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডলটি প্রকাশ করা হয়েছে। এর আগেও গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন

স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালো গুগল

আপডেট সময় : ০১:০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল করেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। বাংলাদেশের স্বাধীনতার প্রতি সম্মান জানিয়ে গুগলের হোমপেজে করা এই বিশেষ ডুডলে জায়গা করে নিয়েছে লাল-সবুজের ঢেউ খেলানো পতাকা।

মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকেই গুগলের হোমপেজে ডুডলটি দেখা যাচ্ছে। এখন গুগলের হোমপেজে প্রবেশ করলেই শোভা পাচ্ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা সম্বলিত বিশেষ ডুডলটি। এর নকশায় দেখা গেছে, নীল-সাদা আকাশে ঢেউ খেলে উড়ছে লাল-সবুজের পতাকা। তা নিচেই ইংরেজিতে লেখা রয়েছে গুগল।

ডুডলের নিচে তুলে ধরা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের বিভিন্ন আয়োজনের কথা। লাল-সবুজের পতাকা নিয়ে বাঙালির আবেগের কথা। এছাড়া স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়েছে ‘স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, বাংলাদেশ। আজকের স্বাধীনতা দিবসের ডুডলে বাতাসে উড়তে থাকা বাংলাদেশের পতাকা দেখানো হয়েছে।’

প্রসঙ্গত, গুগল প্রায়ই বিভিন্ন দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক উপলক্ষে বিশেষ ডুডল প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জাতীয় দিবস উপলক্ষে এই বিশেষ ডুডলটি প্রকাশ করা হয়েছে। এর আগেও গুগলের ডুডলে ঠাঁই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক মুহূর্ত।