গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩৭

- আপডেট সময় : ০১:৪৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবারের হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন অংশে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে দক্ষিণের শহর খান ইউনিসের কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। এতে নারীসহ কয়েকজন নিহত হয়েছে। এ ছাড়া গাজার বুরেইজ শরণার্থী শিবিরের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় এক শিশু নিহত ও কয়েকজন আহত হয়েছে। উত্তর গাজার জাবালিয়ায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৮ জন।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, গাজায় প্রথম দফা যুদ্ধবিরতির পর গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরু করে ইসরায়েল। এতে সোমবার পর্যন্ত ৭০০ মানুষ নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪০০ জন নারী ও শিশু। এ ছাড়া হামাসের কয়েকজন শীর্ষ কর্মকর্তাও হামলায় নিহত হয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫০ হাজার ১৪৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৭০৪ জন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, নিহতের প্রকৃত সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। কয়েক হাজার ফিলিস্তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ আছে। নিখোঁজদের মৃত বলে ধরে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মিডিয়া অফিস।
এদিকে গাজার আরও হাজার হাজার বাসিন্দাকে এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। চলমান হামলার মধ্যেই গতকাল মঙ্গলবার উত্তর গাজার সীমান্তবর্তী সব এলাকার বাসিন্দাদের চলে যেতে বলা হয়।