ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আর্জেন্টিনার কাছে নাকাল হয়েও বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে, সেটা ম্যাচের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করায় নিশ্চিত হয়ে গেল, স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র্‌, কানাডা, মেক্সিকোর বাইরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে জাপান, ইরান, নিউজিল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ফলের আর তাই প্রভাব থাকল না।

কিন্তু সে ম্যাচেই ব্রাজিলকে ৪-১ গোলে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। শুধু গোলের সংখ্যায়ই নয়, ম্যাচে ফুটবল পায়েও ব্রাজিলিয়ানদের নাচিয়ে ছেড়েছে আর্জেন্টাইনরা। ব্রাজিলের অস্বস্তি আরও বাড়িয়েছে এক রেকর্ড – বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কখনো কোনো ম্যাচে ৪ গোল খায়নি ব্রাজিল!

তা এমন মুখ কালো করে রাখার মতো দিনেও ব্রাজিল একটা জায়গায় স্বস্তি খুঁজে নিতে পারে, আর্জেন্টিনার কাছে হারের পরও তাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সম্ভাবনা আরও বেড়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তের হিসাব করে দেখিয়েছে, এই ম্যাচের আগে লাতিন অঞ্চল থেকে ব্রাজিলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সম্ভাবনা ছিল ৯৮.৭৮%, ম্যাচে ব্রাজিল ওভাবে বিধ্বস্ত হওয়ার পরও তাদের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯৯.০৬%!

অবস্থানে এই ০.২৮% শতাংশ ‘উন্নতি’র পেছনে অবশ্য ব্রাজিলের হাত নেই। অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোও প্রত্যাশিত ফল না পাওয়ায় ব্রাজিলের সম্ভাবনা বেড়ে গেছে।

লাতিন অঞ্চলের বাছাইপর্বে আজ পাঁচ ম্যাচের মধ্যে শুধু দুটিই জয়-হার দেখেছে। একটি তো আর্জেন্টিনার কাছে ব্রাজিলের উড়ে যাওয়ার গল্প, অন্যটিতে পেরুর বিপক্ষে ভেনেজুয়েলা জিতেছে ১-০ গোলে। কোন ভেনেজুয়েলা? যারা এই জয়ের পরও লাতিন অঞ্চলের দশ দলের বাছাইপর্বে আছে ৭ নম্বরে। প্রসঙ্গত, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে লাতিন অঞ্চলের ১০ দলের মধ্যে ৬টিই সরাসরি যাবে বিশ্বকাপে, সপ্তম দলটি খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

ওই দুই ম্যাচের বাইরে উরুগুয়ে ০ – ০ ড্র করেছে বলিভিয়ার সঙ্গে, একই অবস্থা চিলি-ইকুয়েডর ম্যাচেরও। আর কলম্বিয়া-প্যারাগুয়ে ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।

এই ফলগুলোই ব্রাজিলের সম্ভাবনা যা বাড়িয়ে দিয়েছে। বাছাইপর্বে আর ৪ রাউন্ড বাকি, এই মুহূর্তে ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৫। ছয় নম্বরে কলম্বিয়া, তাদের পয়েন্ট ২০।

এক অর্থনীতিবিদের সঙ্গে বিশ্লেষণের পর ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে হিসাবটা করেছে। বাকি চার ম্যাচে সবগুলো দল কেমন ফল পেতে পারে, সেটি ১০ হাজার বার সিমিউলেট করে তারা সম্ভাবনাটা বের করেছে। তাতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা তো জায়গা নিশ্চিত করেই ফেলেছে, এরপর দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর – তাদের সম্ভাবনা ৯৯.৯৩%। ব্রাজিল আছে তিন নম্বরে। তবে সম্ভাবনার বিচারে ইকুয়েডরের প্লে-অফে খেলতে হওয়ার সম্ভাবনা ০.০৭% এলেও তাদের বিশ্বকাপে জায়গা না পাওয়ার সম্ভাবনা ০ দেখানো হয়েছে। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে প্লে-অফে খেলতে হওয়ার সম্ভাবনা ০.৯০%, আর বিশ্বকাপে জায়গা না পাওয়ারই সম্ভাবনা ০.০৪%।

আর ৯৮.৪২% সম্ভাবনা নিয়ে উরুগুয়ে সম্ভাবনার তালিকায় আছে চার নম্বরে। পাঁচে প্যারাগুয়ে (৯৫.১৪%), ছয় নম্বরে কলম্বিয়া (৯৫.১৪%)। সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৪.৪৬%।

নিউজটি শেয়ার করুন

আর্জেন্টিনার কাছে নাকাল হয়েও বিশ্বকাপের আরও কাছে ব্রাজিল

আপডেট সময় : ০৮:৪১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে, সেটা ম্যাচের আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। উরুগুয়ের বিপক্ষে বলিভিয়া গোলশূন্য ড্র করায় নিশ্চিত হয়ে গেল, স্বাগতিক তিন দেশ যুক্তরাষ্ট্র্‌, কানাডা, মেক্সিকোর বাইরে বিশ্বকাপ বাছাইপর্ব থেকে জাপান, ইরান, নিউজিল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে ম্যাচের ফলের আর তাই প্রভাব থাকল না।

কিন্তু সে ম্যাচেই ব্রাজিলকে ৪-১ গোলে স্রেফ গুঁড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। শুধু গোলের সংখ্যায়ই নয়, ম্যাচে ফুটবল পায়েও ব্রাজিলিয়ানদের নাচিয়ে ছেড়েছে আর্জেন্টাইনরা। ব্রাজিলের অস্বস্তি আরও বাড়িয়েছে এক রেকর্ড – বিশ্বকাপ বাছাইপর্বে এর আগে কখনো কোনো ম্যাচে ৪ গোল খায়নি ব্রাজিল!

তা এমন মুখ কালো করে রাখার মতো দিনেও ব্রাজিল একটা জায়গায় স্বস্তি খুঁজে নিতে পারে, আর্জেন্টিনার কাছে হারের পরও তাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সম্ভাবনা আরও বেড়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তের হিসাব করে দেখিয়েছে, এই ম্যাচের আগে লাতিন অঞ্চল থেকে ব্রাজিলের বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার সম্ভাবনা ছিল ৯৮.৭৮%, ম্যাচে ব্রাজিল ওভাবে বিধ্বস্ত হওয়ার পরও তাদের বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা বেড়ে দাঁড়িয়েছে ৯৯.০৬%!

অবস্থানে এই ০.২৮% শতাংশ ‘উন্নতি’র পেছনে অবশ্য ব্রাজিলের হাত নেই। অন্য প্রতিদ্বন্দ্বী দলগুলোও প্রত্যাশিত ফল না পাওয়ায় ব্রাজিলের সম্ভাবনা বেড়ে গেছে।

লাতিন অঞ্চলের বাছাইপর্বে আজ পাঁচ ম্যাচের মধ্যে শুধু দুটিই জয়-হার দেখেছে। একটি তো আর্জেন্টিনার কাছে ব্রাজিলের উড়ে যাওয়ার গল্প, অন্যটিতে পেরুর বিপক্ষে ভেনেজুয়েলা জিতেছে ১-০ গোলে। কোন ভেনেজুয়েলা? যারা এই জয়ের পরও লাতিন অঞ্চলের দশ দলের বাছাইপর্বে আছে ৭ নম্বরে। প্রসঙ্গত, প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে লাতিন অঞ্চলের ১০ দলের মধ্যে ৬টিই সরাসরি যাবে বিশ্বকাপে, সপ্তম দলটি খেলবে আন্তঃমহাদেশীয় প্লে-অফ।

ওই দুই ম্যাচের বাইরে উরুগুয়ে ০ – ০ ড্র করেছে বলিভিয়ার সঙ্গে, একই অবস্থা চিলি-ইকুয়েডর ম্যাচেরও। আর কলম্বিয়া-প্যারাগুয়ে ম্যাচ ড্র হয়েছে ২-২ গোলে।

এই ফলগুলোই ব্রাজিলের সম্ভাবনা যা বাড়িয়ে দিয়েছে। বাছাইপর্বে আর ৪ রাউন্ড বাকি, এই মুহূর্তে ব্রাজিল ২১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট তালিকার চার নম্বরে। সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৫। ছয় নম্বরে কলম্বিয়া, তাদের পয়েন্ট ২০।

এক অর্থনীতিবিদের সঙ্গে বিশ্লেষণের পর ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবোএস্পোর্তে হিসাবটা করেছে। বাকি চার ম্যাচে সবগুলো দল কেমন ফল পেতে পারে, সেটি ১০ হাজার বার সিমিউলেট করে তারা সম্ভাবনাটা বের করেছে। তাতে দেখা যাচ্ছে, আর্জেন্টিনা তো জায়গা নিশ্চিত করেই ফেলেছে, এরপর দ্বিতীয় স্থানে আছে ইকুয়েডর – তাদের সম্ভাবনা ৯৯.৯৩%। ব্রাজিল আছে তিন নম্বরে। তবে সম্ভাবনার বিচারে ইকুয়েডরের প্লে-অফে খেলতে হওয়ার সম্ভাবনা ০.০৭% এলেও তাদের বিশ্বকাপে জায়গা না পাওয়ার সম্ভাবনা ০ দেখানো হয়েছে। কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে প্লে-অফে খেলতে হওয়ার সম্ভাবনা ০.৯০%, আর বিশ্বকাপে জায়গা না পাওয়ারই সম্ভাবনা ০.০৪%।

আর ৯৮.৪২% সম্ভাবনা নিয়ে উরুগুয়ে সম্ভাবনার তালিকায় আছে চার নম্বরে। পাঁচে প্যারাগুয়ে (৯৫.১৪%), ছয় নম্বরে কলম্বিয়া (৯৫.১৪%)। সাত নম্বরে থাকা ভেনেজুয়েলার সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সম্ভাবনা ৪.৪৬%।