ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পুতিনের শুভেচ্ছা বার্তা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশে রুশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।

ওই শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আপনার দেশের জাতীয় দিবস—স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।’

পুতিন বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদেশের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের স্বার্থে এই সম্পর্ক ভবিষ্যতেও ইতিবাচকভাবে বিকশিত হবে। ’

তিনি বাংলাদেশের সকল নাগরিকের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

অপর এক চিঠিতে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লিখেছেন, রাশিয়ান ফেডারেশনের সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস- স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি চিঠিতে লেখেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিকশিত হচ্ছে। বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং মানবিক সহযোগিতা ক্রমাগত গভীরতর হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষী যৌথ প্রকল্পগুলোও অগ্রসর হচ্ছে।

মিখাইল মিশুস্তিন আরও লেখেন, আমি নিশ্চিত যে, সরকারি পর্যায়ে সক্রিয় কার্যক্রম সম্পূর্ণ পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে, যা রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

তিনি লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য, মঙ্গল এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করছি, পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে পুতিনের শুভেচ্ছা বার্তা

আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বুধবার (২৬ মার্চ) বাংলাদেশে রুশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ শুভেচ্ছা বার্তা পোস্ট করা হয়।

ওই শুভেচ্ছা বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘আপনার দেশের জাতীয় দিবস—স্বাধীনতা দিবস উপলক্ষে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন।’

পুতিন বলেন, ‘রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক দীর্ঘদিনের বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুদেশের জনগণের কল্যাণ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারের স্বার্থে এই সম্পর্ক ভবিষ্যতেও ইতিবাচকভাবে বিকশিত হবে। ’

তিনি বাংলাদেশের সকল নাগরিকের শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

অপর এক চিঠিতে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে লিখেছেন, রাশিয়ান ফেডারেশনের সরকার এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস- স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তিনি চিঠিতে লেখেন, রাশিয়া-বাংলাদেশ সম্পর্ক বন্ধুত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বিকশিত হচ্ছে। বাণিজ্য ও অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতি এবং মানবিক সহযোগিতা ক্রমাগত গভীরতর হচ্ছে, উচ্চাকাঙ্ক্ষী যৌথ প্রকল্পগুলোও অগ্রসর হচ্ছে।

মিখাইল মিশুস্তিন আরও লেখেন, আমি নিশ্চিত যে, সরকারি পর্যায়ে সক্রিয় কার্যক্রম সম্পূর্ণ পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে সহায়ক হবে, যা রাশিয়ান ফেডারেশন ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের স্বার্থের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

তিনি লেখেন, আমি আপনার সুস্বাস্থ্য, মঙ্গল এবং দায়িত্বশীল পদে সাফল্য কামনা করছি, পাশাপাশি বাংলাদেশের জনগণের জন্য সুখ ও সমৃদ্ধি কামনা করছি।