ফিলিস্তিনের মাটিতে হামাস বিরোধী স্লোগান!

- আপডেট সময় : ০৮:৫৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পর এই প্রথম হামাসের বিরোধিতা করে গাজায় বিক্ষোভ করেছেন ফিলিস্তিনের সাধারণ জনগণ। গতকাল (মঙ্গলবার, ২৫ মার্চ) গাজার বিভিন্ন প্রান্তে অন্তত নয়টি হামাস বিরোধী বিক্ষোভ গণমাধ্যমের নজরে এসেছে। অস্ত্রবিরতির শর্ত ভঙ্গের নবম দিনে গাজায় ইসরাইলি হামলায় নতুন করে প্রাণ গেছে আরও ১২ জনের।
অবিশ্বাস্য মনে হলেও মঙ্গলবার এমনই এক বিরল ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। ২০২৩ এর ৭ অক্টোবর গাজায় ইসরাইলি অভিযান শুরুর পর এই প্রথম ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বিরুদ্ধে প্রকাশ্যে বিক্ষোভ করলেন উপত্যকাটির বাসিন্দারা।
বুধবার (২৬ মার্চ) সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা গেছে উত্তর গাজার বেইত লাহিয়াতে এই হামাস বিরোধী বিক্ষোভের সূত্রপাত। উপত্যকাটির বিভিন্ন স্থানে অন্তত নয়টি এমন বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছে সিএনএন। ২০০৬ এর নির্বাচনের পর ফাতাহ’র সঙ্গে সংঘর্ষের জেরে ২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। এরপর থেকে ফিলিস্তিনিদের ভাগ্য জড়িয়ে পড়ে সংগঠনটির সঙ্গে।
এদিকে অস্ত্রবিরতি ভেস্তে যাওয়ার নবম দিনেও গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। এবার জাবালিয়া থেকে জোর করে সরিয়ে দেয়া হচ্ছে হতভাগ্য ফিলিস্তিনদের। মঙ্গলবার রাতভর চালানো ওই হামলায় নতুন করে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।
অন্যদিকে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেনের পর এবার সিরীয় সীমান্তে অস্ত্রধারীদের সাথে সংঘাতে জড়িয়েছে ইসরাইল। বোমা হামলা হয়েছে দক্ষিণ সিরিয়ার কোয়া শহরে। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। দক্ষিণ সীমান্ত থেকে বাসিন্দাদের সরে যাওয়া নির্দেশ দিয়েছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার।
অন্যদিকে গাজায় ইসরাইলি নৃশংসতার পরোক্ষ মদতদাতা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে হুতিদের এই হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনে দফায় দফায় বোমা হামলা চালিয়েছে মার্কিন সেনারা।