ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

১ টি মদের বোতল কিনলে সাথে ১ টি ফ্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোথাও মদে ব্যাপক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোথাও এক বোতল কিনলে বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও একটি। আর জলের দামে মদ কেনার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায় ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। এমনই পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতি সামাল দিতে একাধিক দোকানের বাইরে পুলিশ মোতায়েন করতে হয়েছে। তাতেও অবশ্য মানুষের উত্তেজনা কমানো যায়নি। এরকম ডিসকাউন্টের জন্য তাঁরা বিভিন্ন দোকানে ছুটে যাচ্ছেন। যে যতটা পারছেন, আগে যাওয়ার চেষ্টা করছেন। কারণ এরকম বাম্পার ছাড় বেশিদিন মিলবে না।

আর মদের ক্ষেত্রে সেই যে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে, সেটার নেপথ্যে আছে উত্তরপ্রদেশ সরকারের নয়া আবগারি নীতি। যা নয়া অর্থবর্ষের পয়লা দিন তথা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। নয়া নিয়ম অনুযায়ী, নতুন অর্থবর্ষের জন্য লাইসেন্স না নিয়ে বেঁচে থাকা মদ বিক্রি করতে পারবে না কোনও দোকান। অর্থাৎ ৩১ মার্চ যতটা বিক্রি হবে, সেটা ঠিক আছে। কিন্তু ৩১ মার্চ পর্যন্ত যে বোতল বিক্রি হবে না, সেগুলি ১ এপ্রিল থেকে লাইলেন্স ছাড়া বেচা যাবে না। যে লাইসেন্স দেওয়া হয়েছে ই-লটারি সিস্টেমের মাধ্যমে।

সেই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় একেবারে সস্তায় মদ বিক্রি করে দেওয়া হচ্ছে। গৌতম বুদ্ধ নগর (নয়ডা), গাজিয়াবাদের মতো জায়গায় মদের উপরে মিলছে ‘ওয়ান প্লাস ওয়ান’ অফার। অর্থাৎ একটি বোতল কিনলে অপরটি বিনামূল্যে দেওয়া হচ্ছে। লখনউয়ে আবার প্রতিটি মদের বোতলে ১০০ টাকা থেকে ১৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। প্রতিটি বিয়ারে মিলছে ৩০-৪০ টাকার ছাড়।

বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের মদ বিক্রেতা কল্যাণ সমিতির মুখপাত্র দেবেশ জয়সওয়াল জানিয়েছেন, উত্তরপ্রদেশের রাজধানীতে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফার মিলছে না। তবে নিজেদের মতো করে মদের উপরে ছাড় দিচ্ছেন দোকানদাররা। কোথাও পুরো বোতলে ১৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্ধেক বোতলে ছাড়ের অঙ্কটা হল ৮০ টাকা। কোয়ার্টার বোতলে ৩০ টাকার মতো ছাড় মিলছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মদ বিক্রেতা কল্যাণ সমিতির মুখপাত্র।

তাঁর কথায়, ‘মূলত নয়ডার কয়েকটি দোকানে ওয়ান প্লাস ওয়ান (বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি) অফার মিলছে। যে দোকানগুলিতে দিনে ২৫ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকার মতো কেনাবেচা হয়। ওদের সেইমতো মদ রাখতে হবে। আর তাই ৩১ মার্চের আগে নিজেদের কাছে সমস্ত মদের বোতন বেচে দিতে ডিসকাউন্ট দিচ্ছে। এবার ই-লটারি সিস্টেমের কারণে ৮০ শতাংশ (লাইসেন্স) প্রাপক পালটে গিয়েছে।’

আবার উত্তরপ্রদেশের আবগারি কমিশনার আদর্শ সিং জানিয়েছেন, প্রতিটি মদের দোকানকে নিয়ম মেনে চলতে হবে। ইতিমধ্যে জেলা আবগারি আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আর দোকানের সামনে থেকে এমন ব্যানার বা পোস্টার সরিয়ে ফেলতে বলা হয়েছে, যাতে ডিসকাউন্টের কথা বলা আছে। কারণ সেটা নিয়মবিরুদ্ধ। তবে দোকানদাররা যে বড় অঙ্কের ছাড় দিচ্ছেন, তাতে সরকারের কোনও আয় ধাক্কা খাচ্ছে না বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের আবগারি কমিশনার।

নিউজটি শেয়ার করুন

১ টি মদের বোতল কিনলে সাথে ১ টি ফ্রী

আপডেট সময় : ০১:১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

কোথাও মদে ব্যাপক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কোথাও এক বোতল কিনলে বিনামূল্যে দেওয়া হচ্ছে আরও একটি। আর জলের দামে মদ কেনার জন্য একেবারে হুড়োহুড়ি পড়ে যায় ভারতের উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়। এমনই পরিস্থিতি তৈরি হয় যে পরিস্থিতি সামাল দিতে একাধিক দোকানের বাইরে পুলিশ মোতায়েন করতে হয়েছে। তাতেও অবশ্য মানুষের উত্তেজনা কমানো যায়নি। এরকম ডিসকাউন্টের জন্য তাঁরা বিভিন্ন দোকানে ছুটে যাচ্ছেন। যে যতটা পারছেন, আগে যাওয়ার চেষ্টা করছেন। কারণ এরকম বাম্পার ছাড় বেশিদিন মিলবে না।

আর মদের ক্ষেত্রে সেই যে বাম্পার ছাড় দেওয়া হচ্ছে, সেটার নেপথ্যে আছে উত্তরপ্রদেশ সরকারের নয়া আবগারি নীতি। যা নয়া অর্থবর্ষের পয়লা দিন তথা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হবে। নয়া নিয়ম অনুযায়ী, নতুন অর্থবর্ষের জন্য লাইসেন্স না নিয়ে বেঁচে থাকা মদ বিক্রি করতে পারবে না কোনও দোকান। অর্থাৎ ৩১ মার্চ যতটা বিক্রি হবে, সেটা ঠিক আছে। কিন্তু ৩১ মার্চ পর্যন্ত যে বোতল বিক্রি হবে না, সেগুলি ১ এপ্রিল থেকে লাইলেন্স ছাড়া বেচা যাবে না। যে লাইসেন্স দেওয়া হয়েছে ই-লটারি সিস্টেমের মাধ্যমে।

সেই পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় একেবারে সস্তায় মদ বিক্রি করে দেওয়া হচ্ছে। গৌতম বুদ্ধ নগর (নয়ডা), গাজিয়াবাদের মতো জায়গায় মদের উপরে মিলছে ‘ওয়ান প্লাস ওয়ান’ অফার। অর্থাৎ একটি বোতল কিনলে অপরটি বিনামূল্যে দেওয়া হচ্ছে। লখনউয়ে আবার প্রতিটি মদের বোতলে ১০০ টাকা থেকে ১৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। প্রতিটি বিয়ারে মিলছে ৩০-৪০ টাকার ছাড়।

বিষয়টি নিয়ে উত্তরপ্রদেশের মদ বিক্রেতা কল্যাণ সমিতির মুখপাত্র দেবেশ জয়সওয়াল জানিয়েছেন, উত্তরপ্রদেশের রাজধানীতে ‘বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি’ অফার মিলছে না। তবে নিজেদের মতো করে মদের উপরে ছাড় দিচ্ছেন দোকানদাররা। কোথাও পুরো বোতলে ১৫০ টাকা ছাড় দেওয়া হচ্ছে। অর্ধেক বোতলে ছাড়ের অঙ্কটা হল ৮০ টাকা। কোয়ার্টার বোতলে ৩০ টাকার মতো ছাড় মিলছে বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের মদ বিক্রেতা কল্যাণ সমিতির মুখপাত্র।

তাঁর কথায়, ‘মূলত নয়ডার কয়েকটি দোকানে ওয়ান প্লাস ওয়ান (বাই ওয়ান, গেট ওয়ান ফ্রি) অফার মিলছে। যে দোকানগুলিতে দিনে ২৫ লাখ টাকা থেকে ৪০ লাখ টাকার মতো কেনাবেচা হয়। ওদের সেইমতো মদ রাখতে হবে। আর তাই ৩১ মার্চের আগে নিজেদের কাছে সমস্ত মদের বোতন বেচে দিতে ডিসকাউন্ট দিচ্ছে। এবার ই-লটারি সিস্টেমের কারণে ৮০ শতাংশ (লাইসেন্স) প্রাপক পালটে গিয়েছে।’

আবার উত্তরপ্রদেশের আবগারি কমিশনার আদর্শ সিং জানিয়েছেন, প্রতিটি মদের দোকানকে নিয়ম মেনে চলতে হবে। ইতিমধ্যে জেলা আবগারি আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। আর দোকানের সামনে থেকে এমন ব্যানার বা পোস্টার সরিয়ে ফেলতে বলা হয়েছে, যাতে ডিসকাউন্টের কথা বলা আছে। কারণ সেটা নিয়মবিরুদ্ধ। তবে দোকানদাররা যে বড় অঙ্কের ছাড় দিচ্ছেন, তাতে সরকারের কোনও আয় ধাক্কা খাচ্ছে না বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের আবগারি কমিশনার।