ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বের নানা দেশে বইছে ঈদের আমেজ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের আমেজ বইতে শুরু করেছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে। সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, নেয়া হচ্ছে ঈদের জামাতের প্রস্তুতিও। বিপণিবিতান থেকে বাজারঘাট- শেষ মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে সবখানে।

ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের মার্কেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা কয়েকশ’ গাড়ির বহর দেখলে বোঝা যায় দরজায় কড়া নাড়ছে ঈদ।

দুই দশকেরও বেশি সময় পর গেল মার্চে প্রথম মুদ্রাস্ফীতির কবলে পড়ে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় ২২ কোটি মুসলমানের বাস, যা দেশের মোট জনসংখ্যার ৮৭ শতাংশ।

ঈদুল ফিতর বা ঈদুল আযহা- দুই ঈদের ছুটির মৌসুমকে ইন্দোনেশিয়ানরা লেবারন নামে চেনে। লেবারন নিকটে চলে আসায় মূল্যস্ফীতির মধ্যেই বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। সাধ আর সাধ্যের ব্যালেন্স করেই চলছে উৎসবের কেনাকাটা। তিল ধারণের জায়গা নেই তৈরি পোশাক বা খাদ্যপণ্যের দোকানগুলোতে।

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে ঈদের প্রস্তুতি মধ্যপ্রাচ্যেও। ২৯ মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় প্রশাসনিক বা ব্যক্তিগত উদ্যোগে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন ও কাতার। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল।

পুরো বিশ্বে যখন ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে তখন রমজান মাসের শেষ সপ্তাহে করাচির রাস্তায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে একদল তরুণ। গেল কয়েক দশক ধরে রোজার মাসে এই স্ট্রিট ক্রিকেট টুর্নামেন্টে মাতেন পাকিস্তানিরা। স্থানীয়দের কাছে রীতিমতো উৎসবের সংস্কৃতিতে পরিণত হয়েছে এই আয়োজন।

মূলত তারাবির নামাজের পর এই টুর্নামেন্টের খেলা শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। সোডিয়ামের হলুদ আলোর নিচে দাঁড়িয়ে প্রতিদিনই এই টেনিস বল ক্রিকেট উপভোগ করেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

বিশ্বের নানা দেশে বইছে ঈদের আমেজ

আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

ঈদের আমেজ বইতে শুরু করেছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে। সাজানো হচ্ছে গুরুত্বপূর্ণ স্থাপনা, নেয়া হচ্ছে ঈদের জামাতের প্রস্তুতিও। বিপণিবিতান থেকে বাজারঘাট- শেষ মুহূর্তে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ছে সবখানে।

ইন্দোনেশিয়ার জাকার্তা শহরের মার্কেটের পার্কিং এ দাঁড়িয়ে থাকা কয়েকশ’ গাড়ির বহর দেখলে বোঝা যায় দরজায় কড়া নাড়ছে ঈদ।

দুই দশকেরও বেশি সময় পর গেল মার্চে প্রথম মুদ্রাস্ফীতির কবলে পড়ে ইন্দোনেশিয়া। বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় ২২ কোটি মুসলমানের বাস, যা দেশের মোট জনসংখ্যার ৮৭ শতাংশ।

ঈদুল ফিতর বা ঈদুল আযহা- দুই ঈদের ছুটির মৌসুমকে ইন্দোনেশিয়ানরা লেবারন নামে চেনে। লেবারন নিকটে চলে আসায় মূল্যস্ফীতির মধ্যেই বাজারে ভিড় করছেন সাধারণ মানুষ। সাধ আর সাধ্যের ব্যালেন্স করেই চলছে উৎসবের কেনাকাটা। তিল ধারণের জায়গা নেই তৈরি পোশাক বা খাদ্যপণ্যের দোকানগুলোতে।

মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের মধ্য দিয়ে ঈদের প্রস্তুতি মধ্যপ্রাচ্যেও। ২৯ মার্চ স্থানীয় সময় সন্ধ্যায় প্রশাসনিক বা ব্যক্তিগত উদ্যোগে শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিচ্ছে জিসিসিভুক্ত দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, বাহরাইন ও কাতার। পুরো বিষয়টি তত্ত্বাবধান করবে সৌদি আরবের সুপ্রিম কোর্ট ও আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল।

পুরো বিশ্বে যখন ঈদুল ফিতরের প্রস্তুতি চলছে তখন রমজান মাসের শেষ সপ্তাহে করাচির রাস্তায় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে একদল তরুণ। গেল কয়েক দশক ধরে রোজার মাসে এই স্ট্রিট ক্রিকেট টুর্নামেন্টে মাতেন পাকিস্তানিরা। স্থানীয়দের কাছে রীতিমতো উৎসবের সংস্কৃতিতে পরিণত হয়েছে এই আয়োজন।

মূলত তারাবির নামাজের পর এই টুর্নামেন্টের খেলা শুরু হয়, চলে মধ্যরাত পর্যন্ত। সোডিয়ামের হলুদ আলোর নিচে দাঁড়িয়ে প্রতিদিনই এই টেনিস বল ক্রিকেট উপভোগ করেন স্থানীয়রা।