যুদ্ধ বন্ধে ইউক্রেনে অস্থায়ী প্রশাসন চান পুতিন

- আপডেট সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৩৫৩ বার পড়া হয়েছে

যুদ্ধ বন্ধে ইউক্রেনে অস্থায়ী প্রশান বসানোর প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জানান, যুদ্ধ নিয়ে একটি মীমাংসায় পৌঁছাতে ওই প্রশাসনের সঙ্গে একটি চুক্তি সই করতে চায় রাশিয়া। মুরমানস্কের উত্তরাঞ্চলীয় বন্দর পরিদর্শনের সময় পুতিন এসব কথা বলেন। রুশ কয়েকটি সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
পুতিন জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যি সত্যিই শান্তি চান বলে তিনি বিশ্বাস করেন।
২০২২ সালে ইউক্রেন হামলা শুরু করে রাশিয়া। এ যুদ্ধে এ পর্যন্ত হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে। বাস্তচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ। এ বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দ্রুত পাল্টে যেতে থাকে ইউক্রেন যুদ্ধের হিসাবনিকাশ। এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন এবং ইউক্রেন যুদ্ধ থামাতে জোর চেষ্টা চালাচ্ছে।
এ প্রসঙ্গে পুতিন জানান, পূর্বসূরী জো বাইডেনের পথ অনুসরণ না করে ট্রাম্প যে সংঘাত বন্ধে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেছেন, তাতেই বোঝা যাচ্ছে- যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট শান্তি চান।
বন্দরে নাবিকদের সঙ্গে আলাপচারিতায় পুতিন বলেন, নীতিগতভাবে, অবশ্যই জাতিসংঘ, ইউরোপের দেশগুলো এবং আমাদের অংশীদারদের তত্ত্বাবধানে ইউক্রেনে একটি অস্থায়ী প্রশাসন চালু করা যেতে পারে। এটি হবে একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজনের জন্য। যার মাধ্যমে জনগণের আস্থাধারী একটি সক্ষম সরকার ক্ষমতায় বসবে, এবং তারপর তাদের সঙ্গে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা শুরুর জন্য।