ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচনের ঘোষণা জান্তা প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০২:১৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
- / ৩৯০ বার পড়া হয়েছে

চলতি বছরের ডিসেম্বরে মিয়ানমারে নির্বাচনের ঘোষণা দিয়েছেন দেশটির ক্ষমতাসীন জান্তা প্রধান মিন অং হ্লাইং। গতকাল (বৃহস্পতিবার, ২৭ মার্চ) সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
প্রতিশ্রুতি দেন, যেকোনো মূল্যে দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার। মিয়ানমারে ছড়িয়ে পড়ে গৃহযুদ্ধ বন্ধে সশস্ত্র বিরোধীদের সাথে সংলাপে বসার আহ্বানও জানান জান্তা প্রধান।
২০২১ সালের পর থেকে মিয়ানমারে জান্তাবিরোধী সংঘাত অব্যাহত আছে। ভঙ্গুর অবস্থায় আছে দেশের অর্থনীতিও। সম্প্রতি বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে জান্তা সরকার।
ফলে আসন্ন নির্বাচনের বৈধতা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠছে নানা মহলে।