জাতীয় ঈদগাহে প্রথম জামাত, সামিল হবেন রাষ্ট্রপতি–প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ১২:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ৪০৬ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া। তিনি জানান, ঈদগাহে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
আজ শনিবার জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শাহজাহান মিয়া। তিনি বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নামাজ আদায় করবেন।
শাহজাহান মিয়া বলেন, ঈদগাহে প্রায় ৩৫ হাজার মুসল্লির জন্য নামাজের স্থান প্রস্তুত করা হয়েছে। রাষ্ট্রপতি–প্রধান উপদেষ্টা ছাড়াও অন্যান্য উপদেষ্টা, কূটনীতিকগণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঈদের জামাতে অংশ নেবেন।
সবাইকে ছাতা না নিয়ে আসার আহ্বান জানিয়ে শাহজাহান মিয়া বলেন, বৃষ্টি বা প্রতিকূল আবহাওয়ার কথা মাথায় রেখে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় দ্বিতীয় ঈদের জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।
দক্ষিণ সিটি করপোরেশন জানিয়েছে, মুসল্লিদের নিরাপত্তার জন্য ঈদগাহে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। প্রাথমিক চিকিৎসার জন্য প্রস্তুত থাকবে মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স।