অ্যাস্টন ভিলাকে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে ম্যান সিটি

- আপডেট সময় : ০৩:৪২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৩৪৫ বার পড়া হয়েছে

ইপিএলে অ্যাস্টন ভিলাকে ২-১ হারিয়েছে জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। তাতে পয়েন্ট টেবিলে লিভারপুল এবং আর্সেনালের পর তিনে অবস্থান করছে শিরোপাধারীরা।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই দুই দলের জালে বল জড়ায়। সিটির হয়ে গোল করেন বার্নার্দো সিলভা। আর ১৮ মিনিটে পেনাল্টি শুট আউটে দলকে সমতায় ফেরান ভিলার ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
তবে বিরতির পর এমনকি দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই। শেষ পর্যন্ত ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে ব্যবধান গড়েন নুনেস। আর এই গোলে আসরে টানা তৃতীয় জয় পেল সিটিজেনরা।
অন্যদিকে লা লিগায় মায়োর্কার বিপক্ষে জিতে টেবিলে রিয়াল মাদ্রিদের থেকে ৭ পয়েন্ট এগিয়ে গেল বার্সেলোনা। মায়োর্কাকে হারিয়েছে ১-০ ব্যবধানে।
ঘরের মাঠে বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়ামে বল দখলে বেশ আধিপত্য দেখায় বার্সা। তবে ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখেও ফিনিশারের অভাবে গোল পেতে বেশ বেগ পেতে হয় হ্যান্সি ফ্লিকের দলকে।
৪৬ মিনিটে গোলের আক্ষেপ ঘুচান দানি ওলমো। ৩৩ ম্যাচ খেলে ৭৬ পয়েন্টে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।