ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

টানা দুই ম্যাচে জয়? ভুলে যাওয়া স্বাদ পেল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী শনিবার কোপা দেল রে ফাইনাল। বার্সেলোনার বিপক্ষে সে ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা খুব কম মানুষই দেখছেন। তার আগে অবশ্য ক্ষণিক স্বস্তি মিলেছে কোচ কার্লো আনচেলত্তির। বহুদিন পর তাঁর দল টানা দুই ম্যাচ জিতেছে।

লা লিগায় গত রোববার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জয় পেয়েছিল মাদ্রিদ। গতকাল লা লিগায় হেতাফের বিপক্ষেও ১-০ গোলের জয় পেয়েছে মাদ্রিদ। আর্দা গুলাশের দুর্দান্ত এক গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরা মাদ্রিদ লা লিগা জয়ের সূক্ষতম সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে। বিস্ময়করভাবে গত ৩০ মার্চের পর এই প্রথম সব প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ জিততে পারল স্প্যানিশ পরাশক্তিরা।

গত মঙ্গলবার মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে লিগে মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। লিগে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি, এ অবস্থায় মাদ্রিদকে জিততেই হতো। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মূল স্কোয়াডকে নামাতে পারেননি আনচেলত্তি।

কিলিয়ান এমবাপ্পে নামতে পারেননি। আবার কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে জুড বেলিংহাম ও রদ্রিগোকেও মূল একাদশে নামাননি। আর এতেই সুযোগ মেলে এন্দরিক ও গুলাশের। এবং তুর্কি মিডফিল্ডারই জয় এনে দিয়েছেন।

ম্যাচের ২০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে মাদ্রিদ। কিন্তু ভিনিসিয়ুস ভালোভাবে পাস দিতে পারেননি। ফলে এন্দরিকের কাছে না গিয়ে বল চলে যায় ব্রাহিম দিয়াসের কাছে। দুরূহ কোণ থেকে শট নেওয়ার চেষ্টা করেছিলেন মরোক্কান ফরোয়ার্ড। কিন্তু তাঁর শটও ফিরে আসে। বক্সের বাইরে বল পেয়ে প্রথম বাঁ পা দিয়ে নিয়ন্ত্রণ করে দুর্বল ডান পায়ে কাছের পোস্টে শট নেন গুলাশ। গোলকিপারের গ্লাভসের স্পর্শের পরও বলের জালে যাওয়া ঠেকানো যায়নি।

এরপরও খেলায় মাদ্রিদের দাপট ছিল, কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করেছে মাদ্রিদ। উলটো রহিবো কোর্তোয়া দারুণ দুটি সেভ না করলে গতকালও পয়েন্ট খোয়াত মাদ্রিদ। এ জয়ে ৩৩ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট মাদ্রিদের। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ, তবে তাদের হাতে এক ম্যাচ আছে।

ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুসকে দুবার গোলবঞ্চিত করেছেন হেতাফে গোলকিপার দাভিদ সোরিয়া। ৩২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এন্দরিক। কিন্তু এবার গোললাইনে বাধা হয়ে দাঁড়ান দিয়েনে। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াস ও ভিনিসিয়ুসের শট আটকে দেন সোরিয়া।

নিউজটি শেয়ার করুন

টানা দুই ম্যাচে জয়? ভুলে যাওয়া স্বাদ পেল মাদ্রিদ

আপডেট সময় : ১২:৫৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আগামী শনিবার কোপা দেল রে ফাইনাল। বার্সেলোনার বিপক্ষে সে ম্যাচে রিয়াল মাদ্রিদের জয়ের সম্ভাবনা খুব কম মানুষই দেখছেন। তার আগে অবশ্য ক্ষণিক স্বস্তি মিলেছে কোচ কার্লো আনচেলত্তির। বহুদিন পর তাঁর দল টানা দুই ম্যাচ জিতেছে।

লা লিগায় গত রোববার অ্যাথলেটিক বিলবাওর বিপক্ষে ন্যূনতম ব্যবধানে জয় পেয়েছিল মাদ্রিদ। গতকাল লা লিগায় হেতাফের বিপক্ষেও ১-০ গোলের জয় পেয়েছে মাদ্রিদ। আর্দা গুলাশের দুর্দান্ত এক গোলে প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফেরা মাদ্রিদ লা লিগা জয়ের সূক্ষতম সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে। বিস্ময়করভাবে গত ৩০ মার্চের পর এই প্রথম সব প্রতিযোগিতায় টানা দুই ম্যাচ জিততে পারল স্প্যানিশ পরাশক্তিরা।

গত মঙ্গলবার মায়োর্কাকে ১-০ গোলে হারিয়ে লিগে মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। লিগে আর মাত্র পাঁচ ম্যাচ বাকি, এ অবস্থায় মাদ্রিদকে জিততেই হতো। এমন মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মূল স্কোয়াডকে নামাতে পারেননি আনচেলত্তি।

কিলিয়ান এমবাপ্পে নামতে পারেননি। আবার কোপা দেল রে ফাইনালের কথা মাথায় রেখে জুড বেলিংহাম ও রদ্রিগোকেও মূল একাদশে নামাননি। আর এতেই সুযোগ মেলে এন্দরিক ও গুলাশের। এবং তুর্কি মিডফিল্ডারই জয় এনে দিয়েছেন।

ম্যাচের ২০ মিনিটে ডানপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে মাদ্রিদ। কিন্তু ভিনিসিয়ুস ভালোভাবে পাস দিতে পারেননি। ফলে এন্দরিকের কাছে না গিয়ে বল চলে যায় ব্রাহিম দিয়াসের কাছে। দুরূহ কোণ থেকে শট নেওয়ার চেষ্টা করেছিলেন মরোক্কান ফরোয়ার্ড। কিন্তু তাঁর শটও ফিরে আসে। বক্সের বাইরে বল পেয়ে প্রথম বাঁ পা দিয়ে নিয়ন্ত্রণ করে দুর্বল ডান পায়ে কাছের পোস্টে শট নেন গুলাশ। গোলকিপারের গ্লাভসের স্পর্শের পরও বলের জালে যাওয়া ঠেকানো যায়নি।

এরপরও খেলায় মাদ্রিদের দাপট ছিল, কিন্তু একের পর এক সুযোগ নষ্ট করেছে মাদ্রিদ। উলটো রহিবো কোর্তোয়া দারুণ দুটি সেভ না করলে গতকালও পয়েন্ট খোয়াত মাদ্রিদ। এ জয়ে ৩৩ ম্যাচ শেষে ৭২ পয়েন্ট মাদ্রিদের। ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো মাদ্রিদ, তবে তাদের হাতে এক ম্যাচ আছে।

ম্যাচের শুরুতেই ভিনিসিয়ুসকে দুবার গোলবঞ্চিত করেছেন হেতাফে গোলকিপার দাভিদ সোরিয়া। ৩২ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন এন্দরিক। কিন্তু এবার গোললাইনে বাধা হয়ে দাঁড়ান দিয়েনে। দ্বিতীয়ার্ধে ব্রাহিম দিয়াস ও ভিনিসিয়ুসের শট আটকে দেন সোরিয়া।