ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জানা গেল পাকিস্তানের নতুন কোচের নাম

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের শূন্যপদের অবসান ঘটতে চলেছে। আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডের সাবেক কোচ অভিজ্ঞ মাইক হেসনকে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নতুন গুরু হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পির পদত্যাগের পর থেকে পদটি খালি ছিল,অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ।

কিছুদিন আগে পিসিবি নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল,যেখানে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেটের পাশাপাশি ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরের কোচিং অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে দেশটির সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাকের নামও শোনা যাচ্ছিল। তবে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী,পিসিবি নিউজিল্যান্ডের সাবেক কোচ ৫০ বছর বয়সী হেসনকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছে।

কোচ হিসেবে মাইক হেসনের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১২ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলের এবং ২০১১ সালে কেনিয়া জাতীয় দলের কোচ ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালের নভেম্বরে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্ব নেন এবং তার অভিষেক মৌসুমেই দলকে পিএসএলের তৃতীয় শিরোপা এনে দেন।

হেসনকে কোচ হিসেবে পিসিবি চূড়ান্ত নিয়োগ দিলে তিনি হবেন গত দুই বছরের মধ্যে পাকিস্তান দলের সপ্তম কোচ। এর আগে গত দুই বছর ধরে পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন আব্দুল রহমান,মোহাম্মদ হাফিজ,আজহার মাহমুদ,জেসন গিলেস্পি,গ্যারি কার্স্টেন এবং আকিব জাভেদ।

নিউজটি শেয়ার করুন

জানা গেল পাকিস্তানের নতুন কোচের নাম

আপডেট সময় : ০১:০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

অবশেষে পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচের শূন্যপদের অবসান ঘটতে চলেছে। আর্জেন্টিনা এবং নিউজিল্যান্ডের সাবেক কোচ অভিজ্ঞ মাইক হেসনকে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের নতুন গুরু হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ান জেসন গিলেস্পির পদত্যাগের পর থেকে পদটি খালি ছিল,অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদ।

কিছুদিন আগে পিসিবি নতুন কোচ চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল,যেখানে লেভেল থ্রি কোচিং সার্টিফিকেটের পাশাপাশি ঘরোয়া বা আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বছরের কোচিং অভিজ্ঞতা চাওয়া হয়েছিল। পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে দেশটির সাবেক তারকা স্পিনার সাকলায়েন মুশতাকের নামও শোনা যাচ্ছিল। তবে এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী,পিসিবি নিউজিল্যান্ডের সাবেক কোচ ৫০ বছর বয়সী হেসনকেই শেষ পর্যন্ত বেছে নিয়েছে।

কোচ হিসেবে মাইক হেসনের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। ২০১২ সালের জুলাই থেকে ২০১৮ সালের জুন পর্যন্ত তিনি নিউজিল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ২০০৩ সালে আর্জেন্টিনা জাতীয় দলের এবং ২০১১ সালে কেনিয়া জাতীয় দলের কোচ ছিলেন। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেট পরিচালক হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৩ সালের নভেম্বরে তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের দায়িত্ব নেন এবং তার অভিষেক মৌসুমেই দলকে পিএসএলের তৃতীয় শিরোপা এনে দেন।

হেসনকে কোচ হিসেবে পিসিবি চূড়ান্ত নিয়োগ দিলে তিনি হবেন গত দুই বছরের মধ্যে পাকিস্তান দলের সপ্তম কোচ। এর আগে গত দুই বছর ধরে পাকিস্তান দলকে কোচিং করিয়েছেন আব্দুল রহমান,মোহাম্মদ হাফিজ,আজহার মাহমুদ,জেসন গিলেস্পি,গ্যারি কার্স্টেন এবং আকিব জাভেদ।