গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৬০

- আপডেট সময় : ০৪:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
- / ৩৮২ বার পড়া হয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় এক দিনে ইসরায়েলি সামরিক হামলায় ৬০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আজ শুক্রবার এ তথ্য দিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন বলছে, বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই প্রাণহানির ঘটনা ঘটে। হামলায় আহত হয়েছে বেশ কয়েকজন। হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।
ফিলিস্তিনি সিভিল ডিফেন্স এবং মেডিকেল কর্মীরা জানিয়েছেন, বিমান হামলায় নিহতদের মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় একই পরিবারের ১২ জন রয়েছেন। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসিতে একটি তাঁবুতে ইসরায়েলি যুদ্ধবিমান বোমা হামলা চালিয়ে এক পরিবারের কমপক্ষে পাঁচজনকে হত্যা করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার উত্তর গাজায় তাদের ৭৯তম ব্যাটালিয়নের একজন ট্যাঙ্ক কমান্ডার নিহত হয়েছেন। একই হামলায় ব্যাটালিয়নের আরেকজন ইসরায়েলি অফিসার গুরুতর আহত হয়েছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে সেনাবাহিনী জানিয়েছে।
প্রতিবেদন বলছে, ইসরায়েলিরা নিরাপদ অঞ্চল হিসেবে চিহ্নিত এবং লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আবাসস্থল আশ্রয় শিবিরে বারবার হামলা চালাচ্ছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এতে ১২০০ ইসরায়েলি নিহত এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। ওইদিন থেকেই গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। এর মাঝে গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ১৮ মার্চ থেকে গাজায় ইসরায়েলের আক্রমণ পুনরায় শুরু হয়। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে।