অসুস্থ বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান

- আপডেট সময় : ১০:৪৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে

বেশ কয়েকদিন ইনস্টাগ্রাম থেকে দূরে ছিলেন বলিউডের প্রবীণ অভিনেত্রী জিনাত আমান। আজ অর্থাৎ শুক্রবার ২৫ এপ্রিল হাসপাতাল থেকে একটি নতুন ছবি পোস্ট করেন অভিনেত্রী। কী হয়েছিল তাঁর? কেনই বা ইনস্টাগ্রাম থেকে দূরে ছিলেন তিনি? ইনস্টাগ্রাম নিয়ে নিজের মতামত জানাতে শোনা গেল অভিনেত্রীকে।
গতকাল শুক্রবার জিনাত আমান যে ছবিগুলি পোস্ট করেছেন সেই ছবির মধ্যে প্রথম ছবি থেকে বোঝাই যাচ্ছে তিনি কোনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খাটে শুয়ে দুটি হাত তুলে কাউকে কিছু বোঝাচ্ছেন তিনি, সামনে রয়েছে ব্রেকফাস্ট। পরের ছবিতে অভিনেত্রীর এক চোখ হাত দিয়ে ঢাকা, এই ছবিটি দেখলে বুঝতে পারবেন হয়তো চোখে আঘাত লেগেছিল তাঁর। তৃতীয় ছবিটি হাসপাতালের সেবিকাদের সঙ্গে তুলেছেন তিনি।
ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘হাসপাতালে রিকভারি রুম থেকে আপনাদের সবাইকে হ্যালো। আপনারা হয়তো ভেবেছেন আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিয়েছি। এতে আপনাদের দোষ নেই কারণ বেশ কিছুদিন আমি কিছু পোস্ট করতে পারিনি। গত কয়েক সপ্তাহে চিকিৎসার জন্য আমি ফোন ব্যবহার করতে পারিনি।’
গত দুই বছর ধরে ইনস্টাগ্রাম ব্যবহার করছেন জিনাত। সোশ্যাল মিডিয়ায় দুই বছর কাটিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অভিনেত্রী লেখেন, ‘চলতি বছর ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় দুই বছর পূর্ণ করলাম আমি। আমি যখন প্রথম সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট তৈরি করি, তখন বেশ ভয়ে ভয়ে ছিলাম। কিন্তু এখন সেই ভয় কেটে গিয়েছে।’
অভিনেত্রী আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে দু বছর কাটিয়ে দিতে পেরে বেশ ভালই লাগছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এখন তারকারা ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখতে পারেন। আগে শুধু টিভি এবং খবরের কাগজ বা ম্যাগাজিনের মাধ্যমে তারকারা বিজ্ঞাপনের মুখ হতেন, কিন্তু এখন সবটাই হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।’
প্রবীণ অভিনেত্রীর কথায়, ‘আমি প্রথম থেকে লাইক কমেন্ট বিষয় নিয়ে খুব একটা মাথা ঘামাইনি। তবে এই মুহূর্তে আমার যা ফলোয়ার্স, তার সংখ্যা সত্যি আমাকে গর্বিত করে। তবে প্রত্যেকদিন অতিরিক্ত ফোন ব্যবহার করবেন না, ৬ ঘণ্টার বেশি ফোন দেখা উচিত নয় কারও জন্যই। সব থেকে বড় কথা, সোশ্যাল মিডিয়ায় নেতিবাচক ছবি বা ভিডিয়ো থেকে নিজেকে দূরে রাখবেন যা আপনার জীবনে প্রভাব ফেলতে পারে।’
সর্বশেষে অভিনেত্রী বলেছেন, ‘খুব তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে যাব। আবার নতুন করে আপনাদের সকলের সঙ্গে যোগাযোগ হবে, আমি ভীষণ খুশি। অভিনেত্রীর এই পোস্টে কমেন্ট করে বহু মানুষ জিনাত আমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন। প্রসঙ্গত, আগামী ৯ মে Netflix – এ মুক্তি পেতে চলেছে ‘দ্য রয়্যালস’।’