ক্রিকেট থেকে সাময়িক বিরতিতে নিদা দার

স্পোর্টস ডেস্ক
- আপডেট সময় : ০২:৫১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪১ বার পড়া হয়েছে

ক্রিকেট থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন পাকিস্তান নারী দলের ক্রিকেটার নিদা দার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানান পাকিস্তানের সাবেক অধিনায়ক।
ক্রিকেট থেকে বিরতি নেয়ার কারণ হিসেবে মানসিক স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন নিদা। সাম্প্রতিক সময়ে তার পারফরম্যান্সও যথেষ্ট ভালো নয়। এছাড়াও ব্যক্তিগত কিছু সমস্যাও তাকে মোকাবিলা করতে হচ্ছে। সবমিলিয়েই বিরতিতে যাচ্ছেন তিনি।
পাকিস্তানি জার্সি গায়ে সবমিলিয়ে ২৭২ আন্তর্জাতিক ম্যাচে ২৫২ উইকেট নিয়েছেন এই স্পিনার। এছাড়াও অস্ট্রেলিয়ান নারী বিগ ব্যাশ লিগেও খেলেছেন এই তারকা।
মানসিক স্বাস্থ্যের জন্য বিরতিতে যাওয়া তিনিই প্রথম ক্রিকেটার নন। এর আগে ইংল্যান্ডের জোনাথন ট্রট, অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল, বাংলাদেশি সাইফুদ্দিনরাও ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন।