যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০৩:০৩:১৩ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

ওমানের মধ্যস্থতায় আজ (শনিবার, ২৬ এপ্রিল) যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয়বারের মতো বৈঠকে বসছে ইরান। পরমাণু কর্মসূচি নিয়ে এ আলোচনায় পূর্বের মতো নেতৃত্ব দিবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বদলে মিসাইল প্রোগ্রাম বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করছে, যা আলোচনায় বাধা তৈরি করতে পারে বলে রয়টার্সকে জানিয়েছেন ইরানের এক শীর্ষ কর্মকর্তা।
এদিকে কূটনীতি ভেস্তে গেলে ইসরাইলের সঙ্গে ইরানে যৌথ হামলা চালানোর হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। টাইম ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি কিংবা প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট।