একই ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী নয়: জামায়াত

- আপডেট সময় : ১১:২৮:২৮ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

একই ব্যক্তি দুইবারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত হয়েছে জামায়াতে ইসলামী। শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
একই সঙ্গে সাংবিধানিক কাউন্সিলের বিষয়ে একমত এবং সংসদের মেয়াদ ৪ বছর করার বিষয়ে দ্বিমত পোষণ করেছে দলটি।
সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতে ইসলামী। সকাল সাড়ে ১০টায় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
এতে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মত দেন জামায়াত নেতারা। সংবিধানের ৭০ ধারায় কিছু সংশোধন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথাও বলেন তারা।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘সারাদেশে একসাথে নির্বাচন হবে, কোনো মার্কা বা দলের ভিত্তিতে। সারাদেশে যে দল যে পরিমাণ ভোট পাবে, সে পরিমাণে সংখ্যানুপাতিক হারে সংসদে আসন নির্ধারিত হবে।’
সংসদের মেয়াদ ৪ বছর করার বিষয়ে দ্বিমত জানায় জামায়াত। তবে দ্বি-কক্ষ সংসদ ও ২ বারের বেশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী না হওয়ার পক্ষে তারা।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘কোনো প্রধানমন্ত্রী ১০ বছর থাকতে পারবেন এবং এরপর আর কন্টিনিউ করতে পারবেন না। প্রেসিডেন্ট এবং প্রধান বিচারপতি এই দুটি পদেরও প্রস্তাব ছিল। আমরা বলেছি না, যেহেতু এরা দুজনই রাষ্ট্রের দুটি বিভাগের সর্বোচ্চ দায়িত্বে আছেন, দেশে কোনো জরুরি পরিস্থিতি হলে অনেক সময় রাষ্ট্রপতির কাছে ধর্ণা দিতে হয়।’
গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে একসঙ্গে কাজ করার কথা বলেন কমিশনের সহ–সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, ‘এক ঐতিহাসিক মুহূর্তে আমরা আছি। আমাদের এ সুযোগ যারা তৈরি করে দিয়েছেন, বীর শহীদরা তাদের কাছে আমাদের একটি ঋণ আছে। যেন এই সুযোগ কোনো অবস্থাতেই হাতছাড়া হয়ে না যায়।’
আলোচনায় নতুন, সার্বভৌম ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের দাবি উঠেছে। রাজনৈতিক দলগুলোর সাথে এই আলোচনা চলবে বলেও জানিয়েছে কমিশন।