ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। এই তালিকায় রয়েছে মেগাসিটি ঢাকাও। বেশ কিছু দিন ধরে ঢাকা বাযুদূষণে শীর্ষ দেশের মধ্যে না থাকলেও আজ আবার ফিরেছে এই তালিকায়।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বলছে, আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর এখন ২৯০। আর ১২৫ স্কোর নিয়ে ঢাকা হয়েছে অষ্টম।

একই সময়ে ২৫১ স্কোর নিয়ে সৌদি আরবের রিয়াদ দ্বিতীয়, ২১৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয়, ১৭৪ স্কোর নিয়ে কুয়েত সিটি চতুর্থ, ১৫১ স্কোর নিয়ে সেনেগালের ডাকার পঞ্চম, ১৩৯ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু ষষ্ঠ, ১৩৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা সপ্তম, ১২৫ স্কোর নিয়ে ঢাকা অষ্টম, ১১৩ স্কোর নিয়ে ব্রাজিলের সাও পাওলো নবম এবং ১১১ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি রয়েছে দশম অবস্থানে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজটি শেয়ার করুন

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?

আপডেট সময় : ০১:০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। এই তালিকায় রয়েছে মেগাসিটি ঢাকাও। বেশ কিছু দিন ধরে ঢাকা বাযুদূষণে শীর্ষ দেশের মধ্যে না থাকলেও আজ আবার ফিরেছে এই তালিকায়।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বলছে, আজ সোমবার সকাল ১০টা ২০ মিনিটে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। শহরটির বায়ুমানের স্কোর এখন ২৯০। আর ১২৫ স্কোর নিয়ে ঢাকা হয়েছে অষ্টম।

একই সময়ে ২৫১ স্কোর নিয়ে সৌদি আরবের রিয়াদ দ্বিতীয়, ২১৮ স্কোর নিয়ে পাকিস্তানের লাহোর তৃতীয়, ১৭৪ স্কোর নিয়ে কুয়েত সিটি চতুর্থ, ১৫১ স্কোর নিয়ে সেনেগালের ডাকার পঞ্চম, ১৩৯ স্কোর নিয়ে নেপালের কাঠমান্ডু ষষ্ঠ, ১৩৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা সপ্তম, ১২৫ স্কোর নিয়ে ঢাকা অষ্টম, ১১৩ স্কোর নিয়ে ব্রাজিলের সাও পাওলো নবম এবং ১১১ স্কোর নিয়ে পাকিস্তানের করাচি রয়েছে দশম অবস্থানে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ‘ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ ‘মাঝারি’ হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।