ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মোদির সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর ৪০ মিনিটের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
  • / ৩৪২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মীরে পেহলগামে হামলার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সোমবার (২৮ এপ্রিল) প্রায় ৪০ মিনিটের রুদ্ধদ্বার এই বৈঠকে রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের চলমান সামরিক অভিযান এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এর আগে, রাজনাথ সিং দক্ষিণ ব্লকে সেনাপ্রধানের কাছ থেকে সরাসরি জম্মু ও কাশ্মীরের মাটির পরিস্থিতি এবং বিশেষ করে পেহলগামের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ ব্রিফিং নেন। পেহলগাম এখন নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকারভুক্ত এলাকা হয়ে উঠেছে।

গত ২২ এপ্রিলের এই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরি নিহত হন। হামলার জন্য ভারত ‘সীমান্তপারের সংযোগ’ থাকার অভিযোগ তুলে শক্ত প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে।

রোববার ‘মন কি বাত’-এর ১২১তম পর্বে প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশে ভাষণে পেহলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের কঠোরতম শাস্তির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পেহলগামের হামলা দেশবাসীর হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের এই চক্রান্ত ভেস্তে যাবে। ন্যায় নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসছিল, গণতন্ত্র দৃঢ় হচ্ছিল, পর্যটন বাড়ছিল, এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল, তখন এই সাফল্য মেনে নিতে পারেনি ভারতের শত্রুরা।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে জোরদার অভিযান চালাচ্ছে। হামলাকারী ও তাদের সহযোগীদের বাড়িতে টার্গেটেড রেইড চলছে, এবং পুরো নেটওয়ার্ক চিহ্নিত করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

মোদির সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর ৪০ মিনিটের বৈঠক

আপডেট সময় : ০৪:১৪:২৪ অপরাহ্ন, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫

কাশ্মীরে পেহলগামে হামলার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। আজ সোমবার (২৮ এপ্রিল) প্রায় ৪০ মিনিটের রুদ্ধদ্বার এই বৈঠকে রাজনাথ সিং প্রধানমন্ত্রীকে জম্মু ও কাশ্মীরের চলমান সামরিক অভিযান এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

এর আগে, রাজনাথ সিং দক্ষিণ ব্লকে সেনাপ্রধানের কাছ থেকে সরাসরি জম্মু ও কাশ্মীরের মাটির পরিস্থিতি এবং বিশেষ করে পেহলগামের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশদ ব্রিফিং নেন। পেহলগাম এখন নিরাপত্তা বাহিনীর সর্বোচ্চ অগ্রাধিকারভুক্ত এলাকা হয়ে উঠেছে।

গত ২২ এপ্রিলের এই হামলায় ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় কাশ্মীরি নিহত হন। হামলার জন্য ভারত ‘সীমান্তপারের সংযোগ’ থাকার অভিযোগ তুলে শক্ত প্রতিক্রিয়ার ঘোষণা দিয়েছে।

রোববার ‘মন কি বাত’-এর ১২১তম পর্বে প্রধানমন্ত্রী মোদি জাতির উদ্দেশে ভাষণে পেহলগাম হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের কঠোরতম শাস্তির প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, পেহলগামের হামলা দেশবাসীর হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। সন্ত্রাসের পৃষ্ঠপোষকদের এই চক্রান্ত ভেস্তে যাবে। ন্যায় নিশ্চিত করা হবে।’

তিনি আরও বলেন, যখন কাশ্মীরে শান্তি ফিরছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রাণচাঞ্চল্য ফিরে আসছিল, গণতন্ত্র দৃঢ় হচ্ছিল, পর্যটন বাড়ছিল, এবং তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হচ্ছিল, তখন এই সাফল্য মেনে নিতে পারেনি ভারতের শত্রুরা।

অন্যদিকে, নিরাপত্তা বাহিনী রাজ্যজুড়ে জোরদার অভিযান চালাচ্ছে। হামলাকারী ও তাদের সহযোগীদের বাড়িতে টার্গেটেড রেইড চলছে, এবং পুরো নেটওয়ার্ক চিহ্নিত করার চেষ্টা চলছে।