ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

হজের উদ্দেশে সৌদি পৌঁছেছেন ১ হাজার ২২৪ হজযাত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • / ৩৪৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন হজযাত্রী। আজ দিনের বাকি পাঁচ ফ্লাইটে যাবেন আরও ২ হাজার ৯১২ জন। আজ হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সৌদি আরব যাবেন ৪ হাজার ১৩৬ জন হজ যাত্রী।

হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ অফিস জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ভিসা পেয়েছেন ৬৪ হাজার ২৮০ জন।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা।

বাংলাদেশ থেকে এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ যাত্রার জন্য সিরাজগঞ্জের হাসান আলীর জমি বিক্রি, ঝিনাইদহের ব্যবসায়ী মোস্তাক আলীর পাঁচ বছর ধরে টাকা জমানো কিংবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মজিবুর রহমানের পেনশনের টাকায় দীর্ঘ আরাধনার পূর্ণতা পায়। তাইতো হজব্রত পালনে বছরের প্রথম ফ্লাইটে মক্কার পথে তারা।

হজযাত্রীদের একজন বলেন, ‘জমি বিক্রি করে পাসপোর্ট করে এখন হজে যাচ্ছি।’

আরেকজন বলেন, ‘২০২৪ সালে আমি পেনশনের টাকা তুলে হজে যাওয়ার সিদ্ধান্ত নেই। এখন হজে যাচ্ছি।’

পরম আরাধ্য তীর্থযাত্রার আনন্দ তাদের নিঃসন্দেহে আছে। তবে বিদায়বেলায় স্বজনদের আলিঙ্গন, ডুকরে কেঁদে ওঠা চোখ জানান দেয় মনের গহীনে স্বজনদের রেখে দূর ভূমে যাওয়ার বেদনাও সঙ্গী হয়ে আছে তাদের। এসবকিছুকেই তারা দেখেছেন প্রভুর সন্তুষ্টি লাভের ত্যাগ হিসেবে।

হজযাত্রীদের আরেকজন বলেন, ‘আল্লাহর পথে যেহেতু যাচ্ছি তার কাছে চাইতে হবে যেন সুস্থভাবে হজ করতে পারি।’

বিগত বছরগুলোতে যাত্রাপথে ভোগান্তি, যাত্রীদের নানাবিধ অভিযোগ শোনা গেলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। বিমানবন্দরে ইমিগ্রেশনের পূর্বমুহূর্তে হজ যাত্রার আয়োজন নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেল হজ যাত্রীদের।

এবার হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।

নিউজটি শেয়ার করুন

হজের উদ্দেশে সৌদি পৌঁছেছেন ১ হাজার ২২৪ হজযাত্রী

আপডেট সময় : ১২:৫৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

এ বছর পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ঢাকা থেকে সৌদি আরবে পৌঁছেছেন ১ হাজার ২২৪ জন হজযাত্রী। আজ দিনের বাকি পাঁচ ফ্লাইটে যাবেন আরও ২ হাজার ৯১২ জন। আজ হজ ফ্লাইট শুরুর প্রথম ২৪ ঘণ্টায় সৌদি আরব যাবেন ৪ হাজার ১৩৬ জন হজ যাত্রী।

হজ পালনের লক্ষ্যে গতকাল সোমবার দিবাগত রাত থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। চলবে আগামী ৩১ মে পর্যন্ত। হজ অফিস জানিয়েছে, এবার বাংলাদেশ থেকে ভিসা পেয়েছেন ৬৪ হাজার ২৮০ জন।

গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হজ ফ্লাইটের উদ্বোধন ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। হজ ক্যাম্পে অব্যবস্থাপনা নিয়ে অনেক সময় অভিযোগ শোনা গেলেও এবার ভিন্ন চিত্র। সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হজ যাত্রীরা।

বাংলাদেশ থেকে এ বছর মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রীর হজ পালনের জন্য সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

হজ যাত্রার জন্য সিরাজগঞ্জের হাসান আলীর জমি বিক্রি, ঝিনাইদহের ব্যবসায়ী মোস্তাক আলীর পাঁচ বছর ধরে টাকা জমানো কিংবা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মজিবুর রহমানের পেনশনের টাকায় দীর্ঘ আরাধনার পূর্ণতা পায়। তাইতো হজব্রত পালনে বছরের প্রথম ফ্লাইটে মক্কার পথে তারা।

হজযাত্রীদের একজন বলেন, ‘জমি বিক্রি করে পাসপোর্ট করে এখন হজে যাচ্ছি।’

আরেকজন বলেন, ‘২০২৪ সালে আমি পেনশনের টাকা তুলে হজে যাওয়ার সিদ্ধান্ত নেই। এখন হজে যাচ্ছি।’

পরম আরাধ্য তীর্থযাত্রার আনন্দ তাদের নিঃসন্দেহে আছে। তবে বিদায়বেলায় স্বজনদের আলিঙ্গন, ডুকরে কেঁদে ওঠা চোখ জানান দেয় মনের গহীনে স্বজনদের রেখে দূর ভূমে যাওয়ার বেদনাও সঙ্গী হয়ে আছে তাদের। এসবকিছুকেই তারা দেখেছেন প্রভুর সন্তুষ্টি লাভের ত্যাগ হিসেবে।

হজযাত্রীদের আরেকজন বলেন, ‘আল্লাহর পথে যেহেতু যাচ্ছি তার কাছে চাইতে হবে যেন সুস্থভাবে হজ করতে পারি।’

বিগত বছরগুলোতে যাত্রাপথে ভোগান্তি, যাত্রীদের নানাবিধ অভিযোগ শোনা গেলেও এবারের চিত্র কিছুটা ভিন্ন। বিমানবন্দরে ইমিগ্রেশনের পূর্বমুহূর্তে হজ যাত্রার আয়োজন নিয়ে স্বস্তি প্রকাশ করতে দেখা গেল হজ যাত্রীদের।

এবার হজ ব্যবস্থাপনাকে নির্বিঘ্ন করতে সরকারি পর্যায়ে ১১২ জন এবং বেসরকারি পর্যায়ে ১ হাজার ৭৪৩ জন গাইড দায়িত্ব পালন করবেন। পাশাপাশি ৭০ জন মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহায়তা করবেন।