ঢাকা ১২:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
  • / ৪৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের মন্যুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় নিকোলাস ওতামেন্দির করা একমাত্র গোলে জয় পায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিন আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না মেসি। অবশ্য ম্যাচের আগের দিনেই সংসাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছিলেন স্কালোনি। তবে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় জুলিয়ান আলভেরেজকে উঠিয়ে নামানো হয় মেসিকে। গোল না পেলেও মেসির শট ক্রসবার ছুঁয়ে যায়।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৫ শতাংশ বলই ছিল তাদের দখলে। গোলের জন্য শটও নিয়েছিল ১৫টি। কিন্তু সাফল্য মাত্র একটি।

এই জয়ে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শীর্ষে রয়েছে, লিওনেল স্কালোনির শিষ্যরা জিতেছে তিনটি ম্যাচেই।

আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) পেরুর বিপক্ষে বাছাইপর্বের চতুর্থ ম্যাচে নামবে আর্জেন্টিনা।

নিউজটি শেয়ার করুন

প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জয়

আপডেট সময় : ০৪:৫২:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্ব শুরু। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হয় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে ১-০ গোলে জয় পায় আলবিসেলেস্তেরা।

শুক্রবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার বুয়েন্স আইরেসের মন্যুমেন্তাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ম্যাচটি। ম্যাচের মাত্র ৩ মিনিটের মাথায় নিকোলাস ওতামেন্দির করা একমাত্র গোলে জয় পায় লিওনেল স্কালোনির শিষ্যরা।

এদিন আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন না মেসি। অবশ্য ম্যাচের আগের দিনেই সংসাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছিলেন স্কালোনি। তবে ম্যাচের ৫৩ মিনিটের মাথায় জুলিয়ান আলভেরেজকে উঠিয়ে নামানো হয় মেসিকে। গোল না পেলেও মেসির শট ক্রসবার ছুঁয়ে যায়।

পুরো ম্যাচজুড়েই আধিপত্য বিস্তার করে খেলে বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭৫ শতাংশ বলই ছিল তাদের দখলে। গোলের জন্য শটও নিয়েছিল ১৫টি। কিন্তু সাফল্য মাত্র একটি।

এই জয়ে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকান বাছাইপর্বের শীর্ষে রয়েছে, লিওনেল স্কালোনির শিষ্যরা জিতেছে তিনটি ম্যাচেই।

আগামী মঙ্গলবার (১৭ অক্টোবর) পেরুর বিপক্ষে বাছাইপর্বের চতুর্থ ম্যাচে নামবে আর্জেন্টিনা।