ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শাহবাজ–জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত ও পাকিস্তানে চরম উত্তেজনার মধ্যে, সংঘর্ষ এড়াতে পরস্পরের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) পৃথক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রুবিও।

ফোনালাপে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং পাকিস্তানকে হামলার তদন্তে সহযোগিতার আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ভারতকে ‘উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে এবং দায়িত্বশীল আচরণ করতে।’

তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, ভারত ইন্দাস পানি চুক্তি থেকে একতরফাভাবে সরে এসে পানিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করছে—যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।

এই ফোনালাপের আগে ইসলামাবাদ দাবি করে যে, তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে, যা অনুযায়ী ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধে।

ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর জবাবে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়। এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে বলে সরকার থেকে জারি করা এক নোটিশে জানানো হয়েছে। এর আগে ইসলামাবাদও ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয়।

গত ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে দু’দেশের সেনারা গোলাগুলি চালিয়েছে, তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা ফোনালাপে ‘বিপজ্জনক সংঘর্ষ এড়াতে’ আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

শাহবাজ–জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ভারত ও পাকিস্তানে চরম উত্তেজনার মধ্যে, সংঘর্ষ এড়াতে পরস্পরের সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) পৃথক ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে কথা বলেন রুবিও।

ফোনালাপে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং পাকিস্তানকে হামলার তদন্তে সহযোগিতার আহ্বান জানান। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানায়, শাহবাজ শরিফ যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন ভারতকে ‘উসকানিমূলক বক্তব্য বন্ধ করতে এবং দায়িত্বশীল আচরণ করতে।’

তিনি দুঃখ প্রকাশ করে আরও বলেন, ভারত ইন্দাস পানি চুক্তি থেকে একতরফাভাবে সরে এসে পানিকে ‘অস্ত্র হিসেবে ব্যবহার’ করছে—যা আন্তর্জাতিক চুক্তির লঙ্ঘন।

এই ফোনালাপের আগে ইসলামাবাদ দাবি করে যে, তাদের কাছে ‘বিশ্বস্ত গোয়েন্দা তথ্য’ রয়েছে, যা অনুযায়ী ভারত ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলার পরিকল্পনা করছে। এই হামলা হবে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর সাম্প্রতিক হামলার প্রতিশোধে।

ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং এর জবাবে পাকিস্তানি এয়ারলাইন্সগুলোর জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেয়। এই নিষেধাজ্ঞা ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে বলে সরকার থেকে জারি করা এক নোটিশে জানানো হয়েছে। এর আগে ইসলামাবাদও ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর একই ধরনের নিষেধাজ্ঞা দেয়।

গত ছয় রাত ধরে কাশ্মীর সীমান্তে দু’দেশের সেনারা গোলাগুলি চালিয়েছে, তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাদা ফোনালাপে ‘বিপজ্জনক সংঘর্ষ এড়াতে’ আহ্বান জানিয়েছেন।