ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘পেহেলগাম হামলায় ‘র’, নথি ফাঁস পাকিস্তানি মিডিয়ার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / ৩৫৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের শঙ্কা যখন বাড়ছে, তখন পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের গণমাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে টেলিগ্রামে গোপন নথি ফাঁস হয়েছে বলে দাবি জিও টিভিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের। এদিকে সন্ত্রাসীর হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে তিন ব্যক্তির করা মামলা আজ (বৃহস্পতিবার, ১ মে) খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। চাপে ফেলতে নেয়া হচ্ছে একের পর এক পদক্ষেপও। বিপরীতে নয়াদিল্লির বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। এতে দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা।

এমন পরিস্থিতির মধ্যেই পেহেলগাম হামলা ইস্যুতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পাকিস্তানের জিও টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যম। যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠে। প্রমাণ হিসেবে তুলে ধরা হয়- পেহেলগামে হামলা পরিকল্পনার গোপন নথি। যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সূত্রের মতে, ফাঁস হওয়া নথিগুলো প্রমাণ করে যে আক্রমণটি কেবল ‘র’ দ্বারা পরিচালিত হয়নি বরং রাজনৈতিক ফায়দা অর্জনের লক্ষ্যে খুব সাবধানে চালানো হয় ফলস ফ্ল্যাগ অপারেশন।

নথিগুলোতে এমনভাবে নির্দেশনাও দেয়া ছিল, যাতে ঘটনাটি অমুসলিম এবং রাষ্ট্র আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। তারই অংশ হিসেবে হামলার ঠিক ৩৬ ঘণ্টা পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দোষারোপ করার রূপরেখাও ছিল নথিতেই।

তবে সেই সময়সীমার আগেই পাকিস্তানকে দোষারোপ করে ভারতীয় মিডিয়াগুলো। মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ভুয়া মিডিয়া এবং মিডিয়া সেটআপও ঠিক করে রাখা ছিল আগে থেকেই। ব্যবহার করা হয়েছে ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

ফাঁস হওয়া নথিগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আক্রমণের প্রত্যক্ষদর্শী তৈরির জন্য নির্দিষ্ট এলাকায় পর্যটকদের ছদ্মবেশে ভারতীয় ‘র’-এর এজেন্টদেরও মোতায়েন করা হয়েছিল। এমনকি অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি পাকিস্তানের আইএসআইয়ের সাথে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও ছিল এতে। ভারতের সাজানো নাটকের এ নথি ফাঁসে দিল্লির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ ছাড়াও এপ্রিল মাসে অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনী নয়জনকে হত্যা ও ২,৪৮০ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে আরও সমালোচনার জন্ম দিলো ভারতের সুপ্রিম কোর্ট। পেহেলগামের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে তিন ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করছেন ভারতের শীর্ষ আদালত। উল্লেখ করেছেন এ ধরনের মামলা দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে টানা ৭ দিন ধরে সীমান্তে গোলাগুলি করলো ভারত-পাকিস্তানের সেনারা। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধও আরোপ করেছে দু’দেশ। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক মুহাম্মদ আসিম মালিককে।

এতে যুদ্ধের শঙ্কায় আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরিসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চ্যালেঞ্জিং সময়ে জাতীয় ঐক্য অনিবার্য হয়ে উঠে দাবি পিটিআই-এর। তাই আহ্বান জানানো হচ্ছে পিটিআই নেতা ইমরান খানের কারামুক্তির।

দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে দু’দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র। যদিও উত্তেজনার মধ্যেই ভারতের কাছে ১৩ কোটি ডলারের বেশি অর্থের সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের।

নিউজটি শেয়ার করুন

‘পেহেলগাম হামলায় ‘র’, নথি ফাঁস পাকিস্তানি মিডিয়ার

আপডেট সময় : ০৯:১৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধের শঙ্কা যখন বাড়ছে, তখন পেহেলগামে সন্ত্রাসী হামলা ইস্যুতে পাকিস্তানের গণমাধ্যমে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সাথে ভারতীয় গোয়েন্দা সংস্থার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ হিসেবে টেলিগ্রামে গোপন নথি ফাঁস হয়েছে বলে দাবি জিও টিভিসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের। এদিকে সন্ত্রাসীর হামলার ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিতে তিন ব্যক্তির করা মামলা আজ (বৃহস্পতিবার, ১ মে) খারিজ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট।

কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করছে ভারত। চাপে ফেলতে নেয়া হচ্ছে একের পর এক পদক্ষেপও। বিপরীতে নয়াদিল্লির বিরুদ্ধেও পাল্টা পদক্ষেপ নিয়ে কঠোর জবাব দিচ্ছে ইসলামাবাদ। এতে দু’দেশের মধ্যে উত্তেজনার পারদ বাড়তে থাকায় তীব্র হচ্ছে যুদ্ধের শঙ্কা।

এমন পরিস্থিতির মধ্যেই পেহেলগাম হামলা ইস্যুতে বৃহস্পতিবার চাঞ্চল্যকর তথ্য সামনে আনলো পাকিস্তানের জিও টিভিসহ বেশ কয়েকটি গণমাধ্যম। যেখানে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর সরাসরি সম্পৃক্ততার অভিযোগ উঠে। প্রমাণ হিসেবে তুলে ধরা হয়- পেহেলগামে হামলা পরিকল্পনার গোপন নথি। যা টেলিগ্রামে ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে।

সূত্রের মতে, ফাঁস হওয়া নথিগুলো প্রমাণ করে যে আক্রমণটি কেবল ‘র’ দ্বারা পরিচালিত হয়নি বরং রাজনৈতিক ফায়দা অর্জনের লক্ষ্যে খুব সাবধানে চালানো হয় ফলস ফ্ল্যাগ অপারেশন।

নথিগুলোতে এমনভাবে নির্দেশনাও দেয়া ছিল, যাতে ঘটনাটি অমুসলিম এবং রাষ্ট্র আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়। তারই অংশ হিসেবে হামলার ঠিক ৩৬ ঘণ্টা পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইকে দোষারোপ করার রূপরেখাও ছিল নথিতেই।

তবে সেই সময়সীমার আগেই পাকিস্তানকে দোষারোপ করে ভারতীয় মিডিয়াগুলো। মিথ্যা তথ্য ছড়ানোর জন্য ভুয়া মিডিয়া এবং মিডিয়া সেটআপও ঠিক করে রাখা ছিল আগে থেকেই। ব্যবহার করা হয়েছে ২০০টিরও বেশি ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

ফাঁস হওয়া নথিগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আক্রমণের প্রত্যক্ষদর্শী তৈরির জন্য নির্দিষ্ট এলাকায় পর্যটকদের ছদ্মবেশে ভারতীয় ‘র’-এর এজেন্টদেরও মোতায়েন করা হয়েছিল। এমনকি অস্পষ্ট ভিডিও ব্যবহার করে ঘটনাটি পাকিস্তানের আইএসআইয়ের সাথে হামলার যোগসূত্রের ফরেনসিক প্রমাণ তৈরির রূপরেখাও ছিল এতে। ভারতের সাজানো নাটকের এ নথি ফাঁসে দিল্লির আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এ ছাড়াও এপ্রিল মাসে অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় বাহিনী নয়জনকে হত্যা ও ২,৪৮০ জন কাশ্মীরিকে গ্রেপ্তার করেছে বলে দাবি করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে আরও সমালোচনার জন্ম দিলো ভারতের সুপ্রিম কোর্ট। পেহেলগামের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের আর্জি জানিয়ে তিন ব্যক্তির করা মামলা বৃহস্পতিবার খারিজ করছেন ভারতের শীর্ষ আদালত। উল্লেখ করেছেন এ ধরনের মামলা দেশের সেনাবাহিনীর মনোবল ভেঙে দেবে।

এদিকে চলমান উত্তেজনার মধ্যে টানা ৭ দিন ধরে সীমান্তে গোলাগুলি করলো ভারত-পাকিস্তানের সেনারা। আকাশসীমা ব্যবহারে পাল্টাপাল্টি বিধিনিষেধও আরোপ করেছে দু’দেশ। যে কোনো ধরনের আগ্রাসন মোকাবিলায় প্রস্তুত বলে ভারতকে হুঁশিয়ার করেছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশের নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মহাপরিচালক মুহাম্মদ আসিম মালিককে।

এতে যুদ্ধের শঙ্কায় আন্তর্জাতিক মধ্যস্থতার আহ্বান জানিয়েছেন পাকিস্তান শাসিত কাশ্মীরের প্রধান সুলতান মাহমুদ চৌধুরিসহ দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। চ্যালেঞ্জিং সময়ে জাতীয় ঐক্য অনিবার্য হয়ে উঠে দাবি পিটিআই-এর। তাই আহ্বান জানানো হচ্ছে পিটিআই নেতা ইমরান খানের কারামুক্তির।

দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে দু’দেশকেই উত্তেজনা কমানোর আহ্বান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র। যদিও উত্তেজনার মধ্যেই ভারতের কাছে ১৩ কোটি ডলারের বেশি অর্থের সামুদ্রিক প্রযুক্তি বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বিপরীতে সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকার প্রতিশ্রুতি চীনের।