পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ব্লক

- আপডেট সময় : ০৯:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / ৪১৬ বার পড়া হয়েছে

জনপ্রিয় তারকা হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ একাধিক পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে সীমাবদ্ধ করা হয়েছে।
কাশ্মীরে হতাহতের ঘটনার পর ভারতজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে উত্তেজনা চরমে। এরই প্রেক্ষিতে এবার ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জনপ্রিয় তারকা হানিয়া আমির, মাহিরা খান, আলী জাফর, আয়েজা খান, ইকরা আজিজ এবং সানাম সাঈদসহ একাধিক পাকিস্তানি সেলিব্রিটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে সীমাবদ্ধ করা হয়েছে।
ভারতের সরকারের পক্ষ থেকে বৃহস্পতিবার এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। এখন ভারতীয় ব্যবহারকারীরা ওই তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ঢুকতে গেলেই দেখতে পাচ্ছেন বার্তা— “এই অ্যাকাউন্টটির ভারতে কোনো অস্তিত্ব নেই। কারণ আমরা আইনি অনুরোধ মেনে এই কন্টেন্ট সীমাবদ্ধ করেছি।” যদিও পাকিস্তানি তারকারা কাশ্মীর হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্যে শোক প্রকাশ করেছেন, তারপরও ভারতীয়দের একাংশ তাঁদের প্রতি ক্ষোভ প্রকাশ করে চলেছেন।
এদিকে বলিউড ইন্ডাস্ট্রিও পাকিস্তানি শিল্পীদের প্রতি কড়া অবস্থানে রয়েছে। পুলওয়ামা হামলার পরই বলিউডের বেশ কয়েকটি সংগঠন পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
অথচ অতীতে বলিউডে কাজ করেছেন বহু পাকিস্তানি তারকা। রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলাম, ফাওয়াদ খান, মাহিরা খান, আলি জাফরের মতো তারকাদের গান ও অভিনয়ে মুগ্ধ হয়েছেন ভারতীয় দর্শকরা। তবে এই নতুন সিদ্ধান্তে পাকিস্তানি তারকাদের ভারতে জনপ্রিয়তায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।