রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলা ঠিক হবে না: বিএনপি নেতা হাফিজ

- আপডেট সময় : ১০:৩৭:২৭ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

গণতান্ত্রিক ধারা সমুজ্জ্বল করতে নির্বাচন দরকার উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলা ঠিক হবে না। মানবিক করিডর নিয়ে দেশের মানুষ উদ্বিগ্ন।
আজ (শনিবার, ৩ মে) বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় আওয়ামী লীগ ক্রীড়া খাত নষ্ট করেছে বলেও দাবি করেন তিনি।
ক্রীড়াই হবে রাষ্ট্র মেরামতের অন্যতম হাতিয়ার— এই স্লোগানে ক্রীড়া সংগঠকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, ‘খেলোয়াড়দের খেলাধুলা থেকে বিচ্যুত হওয়া উচিত নয়।’
একই অনুষ্ঠানে ঢাকা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইশরাক হোসেন বলেন, ‘আওয়ামী লীগ ক্রীড়াঙ্গনকে ধ্বংস করেছিল। তবে সামনে ক্রীড়া অঙ্গন এগিয়ে যাবে।’
সবশেষে তিনি জানান, বিএনপিকে বাদ দিয়ে কেউ কিছু করলে তা বাংলাদেশের মানুষ মেনে নেবে না।
পরে ৪৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।