অন্তর্বর্তী সরকার কোনোদিন স্থায়ী হতে পারে না: মঈন খান

- আপডেট সময় : ১১:১৩:০২ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার কোনোদিন স্থায়ী সরকার হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আজ (শনিবার, ৩ মে) বিকেলে নরসিংদীর পলাশ বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
এ সময় নরসিংদীর পলাশসহ সারাদেশে বিগত সরকারের সময়ে শিল্পখাতে দুর্নীতি, লুটপাট এবং শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয় তুলে ধরেন মঈন খান।
তিনি বলেন, ‘যেমন করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের মানুষ আস্থা স্থাপন করেছেন; ঠিক একইভাবে এই সরকারের বাংলাদেশের মানুষের আস্থার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।’
এসময় জনগণের মৌলিক অধিকার, ভোটের অধিকার, মানবাধিকার ও অর্থনৈতিক অধিকার নিশ্চিতের দাবি জানান তিনি।
এ ছাড়া, দেশের ১৮ কোটি মানুষকে গণতন্ত্রে ফেরানোর পদ্ধতি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন বলেও উল্লেখ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ।
পলাশ ঘোড়াশাল শিল্পাঞ্চল আঞ্চলিক কমিটি জাতীয়তাবাদী শ্রমিকদলের সভাপতি মো. আল-আমিন ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক জনতার সমাবেশে এ সময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছাক্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু মৃধা, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল প্রমুখ।
এ সময় জেলা এবং উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রমিক-জনতার সমাবেশে জেলা-উপজেলার শ্রমিকরা অংশ নেন।