বুসানে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ‘বলী’
- আপডেট সময় : ০৭:৫৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের নিউ কারেন্টস বিভাগে পুরস্কার জিতেছে বাংলাদেশের সিনেমা ’বলী’ (দ্য রেসলার)। সিনেমাটি পরিচালনা করেছেন ইকবাল হোসাইন চৌধুরী । আজ শুক্রবার উৎসবের সমাপনী দিনে এ পুরস্কার ঘোষণা করা হয়।
বুসান চলচ্ছিত্র উৎসবের ওয়েবসাইট ও ফেসবুক পেজে পুরস্কারপ্রাপ্ত সিনেমার তালিকা প্রকাশ করা হয়েছে। নিউ কারেন্টস বিভাগে এটাই প্রথম কোনো বাংলাদেশি সিনেমা যা পুরস্কার জিতল। এই বিভাগে জাপানের ’মোরি তাতসুয়া’ নামের আরও একটি সিনেমা পুরস্কার জিতেছে। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছ ৩০ হাজার ডলার।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ–প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার প্রেক্ষাপটে নির্মিত ‘বলী’র গল্প মধ্যবয়সী মজুকে কেন্দ্র করে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাঁকে। এছাড়া আছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, একেএম ইতমাম। ছবিটি প্রযোজনা করেছেন পিপলু আর খান। সহ-প্রযোজনায় সাইফুল আজিম।
ইকবাল হোসাইন চৌধুরী পরিচালিত ‘বলী’ প্রসঙ্গে বিচারকদের মন্তব্য, ‘বলী’ একটি চমৎকার এক রাউন্ড ম্যাচের মতো, যার মাধ্যমে মনোমুগ্ধকরভাবে একটি রোমাঞ্চকর কাহিনি বর্ণনা করা হয়েছে।
পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী জানান, সাগরের মতোই বলী ছবির মূলত দুটি রূপ। একটি খুবই শান্ত, রহস্যময়। আরেকটি খুবই নিষ্ঠুর বিধ্বংসী রূপ। সিনেমার দুটি পোস্টারে এ দুই রূপ ধরা পড়েছে।
পরিচালক জানালেন, সিনেমায় চট্টগ্রামের আঞ্চলিক ভাষার ব্যবহার নিয়ে, ‘চট্টগ্রামের নতুন প্রজন্মের অনেকে চট্টগ্রামের ভাষায় কথা বলতে তেমন আগ্রহী নয়। এ কারণে আমাদের আঞ্চলিক ভাষার অনেক শব্দ হারিয়ে যাচ্ছে। “বলী” (দ্য রেসলার) এই ভাষাকে সংরক্ষণ করবে দীর্ঘদিন। কারণ, এই ছবি এরই মাঝে বুসান সিনেমা সেন্টারের আর্কাইভে জায়গা করে নিয়েছে।’
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উৎসবটি ইতিমধ্যেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্যালন্ডারে একটি গুরুত্বপূর্ণ উৎসব হিসেবে জায়গা করে নিয়েছে।
এশিয়ার প্রতিশ্রুতিশীল ও উদীয়মান নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগ নিউ কারেন্টসে বাংলাদেশ থেকে ‘বলী’ ছাড়াও নির্বাচিত হয় বিপ্লব সরকারের ‘আগন্তুক’।
বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে এশিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব বলে বিবেচনা করা হয়। দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অব কালচার স্পোর্টস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতায় ও বুসান সিটি এবং কোরিয়ান ফিল্ম কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠিত হওয়া উৎসবটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ক্ষেত্রে একটি জায়গা করে নিয়েছে। এ বছর ছিল উৎসবের ২৮তম আসর। উৎসবে ‘বলী’ ছাড়াও বিপ্লব সরকারের ‘আগন্তুক’ এবং মোস্তফা সরয়ার ফারুকীর ‘অটোবায়োগ্রাফি’ নামের আরও দুটি চলচ্চিত্র প্রতিযোগিতায় অংশ নেয়।