সাফে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের

- আপডেট সময় : ১১:৩১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৩৪৮ বার পড়া হয়েছে

সাফে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের। তার জন্য ম্যাচ বাই ম্যাচ আগাতে চায় দলের প্রধান কোচ। এ ছাড়া ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় ৪ জন ফুটবলারকে ছাড়াই ভারতের উদ্দেশে রওনা হবে টিম বাংলাদেশ। আর ৩ জন প্রবাসী ফুটবলার ট্রায়ালে অংশ নিলেও মূল স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুজন।
আজ (মঙ্গলবার, ৬ মে) সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত যাবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দল। যশোরে ক্যাম্পের পর সফরের আগে বিকেএসপিতে শেষ সময়ে অনুশীলন সারে বাংলাদেশ।
বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ সব সময়ই থাকে ভালো অবস্থানে। যদিও নারী ফুটবল দলের হাত ধরেই বেশিরভাগ সফলতা পেয়েছে দেশের ফুটবল। তবে এবার প্রেক্ষাপট ভিন্ন। অধিনায়কের প্রত্যাশা শিরোপা জিতবে লাল সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘সবাই আমাদের দোয়া করবেন। আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে বাংলাদেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করবো।’
কোচ গোলাম রব্বানী ছোটনের আশা, গ্রুপে থাকা মালদ্বীপ ও ভূটানকে হারানোর সক্ষমতা আছে তার দলের। যদিও কিছুটা আক্ষেপ আছে প্রধান কোচের। কারণ, ক্লাবের ছাড়পত্র না পাওয়ায় স্কোয়াডে নেই দলের ৪ অভিজ্ঞ ফুটবলার।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘চন্দন ইউসূফ এবং বিকেএসপির দুইজন যদি আসতো তাহলে অবশ্যই আমাদের শক্তিমত্তা বৃদ্ধি পেত। যেহেতু তারা আসে নাই আমরা মনে করছি এরাই বেস্ট। যারা আছে তাদের নিয়েই ভালো কিছু নিয়ে আসবো।’
দেশের ফুটবলের স্বার্থে ক্লাব কর্মকর্তাদের এমন আচরণ প্রত্যাশিত নয় বাফুফের সহ-সভাপতির কাছে। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম দেখা দিলে কঠোর হবে বাফুফে, জানিয়ে সতর্ক করলেন মো. নাসের শাহরিয়ার জাহেদী।
বাফুফে ডেভেলপমেন্ট চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘আমাদের ক্লাব স্বার্থ দেখতে হবে। আবার একজন প্লেয়ারের ক্যারিয়ার দেখতে হবে। সব থেকে উপরে আমরা যেন জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দিই।’
মে মাসের ৯ তারিখ সাফের মিশন শুরু করবে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ফুটবল দল। আসরের দ্বিতীয় ম্যাচ ১১ মে। প্রতিপক্ষ ভূটান। খেলার ভেন্যু ভারতের অরুনাচল প্রদেশের ইউপিয়া শহরের গোল্ডেন জুবিলি স্টেডিয়াম।