ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার এক সঙ্গে এই চার দেশে বিমান হামলা চালায় তারা। এসব হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিব সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আগের দিন ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলার পাল্টা জবাবে ইসরায়েল এই তীব্র হামলা চালাল বলে অনুমান করা হচ্ছে।

এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার জন্য সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘গাজার ২০ লাখেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে।’

অন্যদিকে গাজায় আহত ও অসুস্থ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। গাজার হাসপাতালগুলোতে রোগীদের স্থানসংকুলান হচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের গাজাযুদ্ধে ৫২ হাজার ৫৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১ লাখ ১৮ হাজার ৬১০ জন।

আগামী ১৩ থেকে ১৫ মে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের পরপর গাজায় পূর্ণ মাত্রায় হামলা শুরু করতে পারে ইসরায়েল।

সর্বশেষ গত ৬৫ দিন ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। অবরোধের কারণে গাজায় খাবার ও অন্যান্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা ইসরায়েলের

আপডেট সময় : ১১:৩৩:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

একই দিনে ইয়েমেন, লেবানন, সিরিয়া ও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার এক সঙ্গে এই চার দেশে বিমান হামলা চালায় তারা। এসব হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিব সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আগের দিন ইসরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়নে হামলার পাল্টা জবাবে ইসরায়েল এই তীব্র হামলা চালাল বলে অনুমান করা হচ্ছে।

এদিকে গাজা উপত্যকা পুরোপুরি দখলে নেওয়ার জন্য সামরিক হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা। গতকাল সোমবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘গাজার ২০ লাখেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র স্থানান্তরিত করা হবে।’

অন্যদিকে গাজায় আহত ও অসুস্থ মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। গাজার হাসপাতালগুলোতে রোগীদের স্থানসংকুলান হচ্ছে না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত দেড় বছরের গাজাযুদ্ধে ৫২ হাজার ৫৬৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১ লাখ ১৮ হাজার ৬১০ জন।

আগামী ১৩ থেকে ১৫ মে মধ্যপ্রাচ্য সফরে যাওয়ার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্লেষকেরা বলছেন, মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের পরপর গাজায় পূর্ণ মাত্রায় হামলা শুরু করতে পারে ইসরায়েল।

সর্বশেষ গত ৬৫ দিন ধরে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েলি বাহিনী। অবরোধের কারণে গাজায় খাবার ও অন্যান্য জরুরি জিনিসপত্রের ব্যাপক সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

২০২৩ সালের ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয় এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। সেই থেকে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল।