মস্কোতে ইউক্রেনের ড্রোন হামলা, সব বিমানবন্দর বন্ধ

- আপডেট সময় : ১১:৪১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৩৫২ বার পড়া হয়েছে

রাশিয়ার রাজধানী মস্কোতে টানা দ্বিতীয় রাতের মতো ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট। আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ইউনিট জানিয়েছে, আজ ভোরে মস্কোকে লক্ষ্য করে এগিয়ে আসা এক ঝাঁক ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এ জন্য রাজধানীর সকল বিমানবন্দর কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়েছে।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘বিভিন্ন দিক থেকে মস্কোর দিকে আসা অন্তত ১৯টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি কিংবা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।’
চলতি সপ্তাহেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে রাশিয়া। এ উপলক্ষে ৮ থেকে ১০ মে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মধ্যে রাশিয়ার রাজধানীতে পরপর ড্রোন হামলাকে গুরুত্বপূর্ণ মনে করছেন বিশ্লেষকেরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করে বলেছেন, ‘এসব কর্মকাণ্ড অর্থহীন। যুদ্ধবিরতি কমপক্ষে ৩০ দিনের হওয়া উচিত।’
গতকাল ড্রোন হামলার পর রাশিয়ার বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া টেলিগ্রামে জানিয়েছে, তারা মস্কো পরিষেবা প্রদানকারী চারটি বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দিয়েছে। এ ছাড়া বন্ধ করা হয়েছে বেশ কয়েকটি আঞ্চলিক শহরের বিমানবন্দরও।
এদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলের রিলস্ক শহরে ইউক্রেনের হামলায় একটি বিদ্যুৎ উপকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, এই হামলায় দুই কিশোর আহত হয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে শহরের কিছু অংশে।
এর আগে ইউক্রেন জানিয়েছে, ইউক্রেনের ভূখণ্ডে রাশিয়ার অব্যাহত হামলার প্রতিক্রিয়ায় তারা মস্কোকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু করেছে।