চীনে নৌকা ডুবে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:১৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৩৫০ বার পড়া হয়েছে

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পর্যটন এলাকায় ঝোড়ো বাতাসের কবলে পর্যটকবাহী একাধিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৭০ জনকে উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ম্যানিলা টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রোববার (৪ মে) গুইঝো প্রদেশের কিয়াংশি শহরের একটি নদীতে পর্যটক বহনকারী একাধিক নৌকা ডুবে গেছে। এতে নৌকাগুলোর অন্তত ৮৪ যাত্রী পানিতে পড়ে যান।
স্থানীয় সময় সোমবার (৫ মে) সকাল পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মে দিবসকে ঘিরে চীনে চলছে সপ্তাহব্যাপী ছুটি। এ সময় দেশটিতে থাকে পর্যটনের রমরমা মৌসুম। এমন সময়ে এ দুর্ঘটনা ঘটেছে।