ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

চিন্ময়কে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৩৩৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ৬ মে) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। এসময় আসামি চিন্ময় অনলাইনে আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

কোতোয়ালি থানার বিস্ফোরক, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসব মামলা দায়ের হয়।

আদালতে তদন্ত কর্মকর্তা জানান, গেলো বছর ২৬ নভেম্বর একটি মামলায় চিন্ময়কে আদালতে উপস্থাপন শেষে আদালতের নির্দেশে জেলহাজতে নেয়ার সময় ইসকনের অনুসারীরা জোরপূর্বক প্রিজনভ্যান আটকে রাখেন। চিন্ময় কৃষ্ণের প্রত্যক্ষ নির্দেশ ও মদদে তারা পরবর্তীতে পুলিশের ওপর ধারালো অস্ত্র, বিস্ফোরক, লাঠিসোটা নিয়ে হামলা করে।

এসব ঘটনায় চিন্ময়ের সম্পৃক্ততা পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। তাই তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

চিন্ময়কে আরও ৪ মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আপডেট সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

ইসকনের বহিষ্কৃত নেতা ও সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ (মঙ্গলবার, ৬ মে) চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৬ষ্ঠ আদালতের বিচারক এস এম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। এসময় আসামি চিন্ময় অনলাইনে আদালতের সঙ্গে যুক্ত ছিলেন।

কোতোয়ালি থানার বিস্ফোরক, পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে এসব মামলা দায়ের হয়।

আদালতে তদন্ত কর্মকর্তা জানান, গেলো বছর ২৬ নভেম্বর একটি মামলায় চিন্ময়কে আদালতে উপস্থাপন শেষে আদালতের নির্দেশে জেলহাজতে নেয়ার সময় ইসকনের অনুসারীরা জোরপূর্বক প্রিজনভ্যান আটকে রাখেন। চিন্ময় কৃষ্ণের প্রত্যক্ষ নির্দেশ ও মদদে তারা পরবর্তীতে পুলিশের ওপর ধারালো অস্ত্র, বিস্ফোরক, লাঠিসোটা নিয়ে হামলা করে।

এসব ঘটনায় চিন্ময়ের সম্পৃক্ততা পাওয়া গেছে প্রাথমিক তদন্তে। তাই তাকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করে পুলিশ। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন।