ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
  • / ৩৪৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস‌্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৬ মে) গুলশানে বিএনপি চেয়্যারপারসনের বাসভবন ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় ডা. জাহিদ আরও জানান, লন্ডন থেকে চিকিৎসাশেষে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন।

ডা. জাহিদ বলেন, ‘অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। মানসিকভাবেও ভালো আছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। বিনা খরচে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল কাতার। তাদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

এর আগে, এদিন দুপুর ১টা ২৬ মিনিটে ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে গাড়িবহরসহ তিনি বেলা ১১টা ৪০ মিনিটে নিজ বাসভবনের দিকে রওনা হন তিনি।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়। বিশেষত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। জোবাইদার এ প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: ডা. জাহিদ

আপডেট সময় : ০৪:৪০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত চি‌কিৎসক ও বিএন‌পির স্থায়ী কমি‌টির সদস‌্য ডা. এ জেড এম জা‌হিদ হোসেন জানিয়েছেন, অল্প কিছুদিনের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ (মঙ্গলবার, ৬ মে) গুলশানে বিএনপি চেয়্যারপারসনের বাসভবন ‘ফিরোজার’ সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এসময় ডা. জাহিদ আরও জানান, লন্ডন থেকে চিকিৎসাশেষে ফেরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মানসিকভাবে ভালো আছেন।

ডা. জাহিদ বলেন, ‘অনেকটা সুস্থ আছেন খালেদা জিয়া। মানসিকভাবেও ভালো আছেন। বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীসহ সব সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন। বিনা খরচে এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিল কাতার। তাদের প্রতি কৃতজ্ঞতা।’

তিনি বলেন, ‘জোবাইদা রহমান ফিরেছেন, তারেক রহমানও ফিরবেন। সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জোবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব দ্রুতই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

এর আগে, এদিন দুপুর ১টা ২৬ মিনিটে ফিরোজায় প্রবেশ করেন খালেদা জিয়া। বিমানবন্দর থেকে বিশেষ নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে গাড়িবহরসহ তিনি বেলা ১১টা ৪০ মিনিটে নিজ বাসভবনের দিকে রওনা হন তিনি।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান খালেদা জিয়া। তার শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।

বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু ও সেলিমা রহমান।

সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়া ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে ছিলেন পুত্রবধূ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে বিএনপির পক্ষ থেকে নানামাত্রিক প্রস্তুতি নেওয়ার কথা আগেই জানানো হয়। বিশেষত, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। জোবাইদার এ প্রত্যাবর্তনে দলটির নেতাকর্মীদের মধ্যে চাঙাভাব বিরাজ করছে।