আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলছেন এ্যানি: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
দরজা ভাঙা বা নির্যাতন নিয়ে গ্রেপ্তার বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আদালতে যে অভিযোগ করেছেন তা মিথ্যা বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত শরৎ উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে মন্ত্রী এ বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ্যানির বিরুদ্ধে দুটি মামলা ছিল। কোনো মামলায়ই তিনি জামিন নেননি। সে কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর বাসার দরজা ভাঙা হয়নি। আর নির্যাতনের কোনো প্রমাণও তিনি আদালতে দিতে পারেননি। আদালতকে আকৃষ্ট করতে মিথ্যা বলেছেন এ্যানি।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী যোগ করেন, নিরাপত্তা বাহিনী সব সময়ই দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য কাজ করে। আমরা সব সময় বলে থাকি- যারা আসামি হয়ে যান বা মামলা হয়, বা মামলার এজাহারভুক্ত আসামি, তারা কোর্টে গিয়ে জামিন নিয়ে নেন। এ্যানি সাহেব জামিন না নেওয়ায় পুলিশ তাকে ধরতে যায়। এটা পুলিশের কর্তব্য। তাকে বলা হয়েছিল, আত্মীয়-স্বজনকেও অনুরোধ করা হয়েছিল, দরজাটা খুলে দিতে। কিন্তু দরজা না খোলায় পুলিশ দরজায় ধাক্কা দিয়েছিল, জোর করে দরজা ভাঙেনি।
এর আগে, বুধবার রাতে এ্যানিকে তাঁর ধানমন্ডির বাসা গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার তাঁকে আদালতে নেওয়া হয়। শুনানিতে তিনি আদালতকে বলেন, আমি রাজনীতি করি। কোনো অপরাধ করলে গ্রেপ্তার করবে। কিন্তু আমাকে থানায় নিয়ে পুলিশের উপস্থিতিতে অত্যাচার নির্যাতন করা হয়েছে। আমরা কোন যুগে বসবাস করছি। আমি কি চোর, না ডাকাত। আমি বিচার চাই।
এ্যানি আদালতকে আরও বলেন, গভীর রাতে পুলিশ আমার বাসা ঘিরে ফেলে। আমি পুলিশকে বলেছি ফজরের নামাজ পড়ে বের হচ্ছি। কিন্তু পুলিশ অপেক্ষা না করেই বাসার দরজা ভেঙে তাকে টেনে-হিঁচড়ে বের করে নিয়ে আসে। এ সময় পুলিশ মারমুখী ছিল।
পরে আদালত এ্যানির বক্তব্য শোনার পর তাঁর জামিন নামঞ্জুর করে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন।