জিজ্ঞাসাবাদের জন্য শেখ হাসিনাকে কাল তলব করেছে দুদক

- আপডেট সময় : ০২:১৮:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
- / ৩৫৬ বার পড়া হয়েছে

ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে আগামীকাল (বৃহস্পতিবার, ৮ মে) জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মনিরুল ইসলাম স্বাক্ষরিত চিঠি ধানমন্ডির সুধাসদনের ঠিকানায় পাঠানো হয়েছে।
ইতোমধ্যে দুদকের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার এই আসামি জিজ্ঞাসাবাদে মুখোমুখি না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদকের সংশ্লিষ্টরা।
ক্ষমতায় থাকাকালে ১৫ বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে হাজার হাজার কোটি লোপাটের অভিযোগ তাকে তলব করা হয়েছে। গেল জানুয়ারিতে তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের চারটি উন্নয়ন প্রকল্পের প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক।
লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মুহিবুল হক, বেবিচকের সাবেক চেয়ারম্যান এম মুফিদুর রহমানসহ ১৯ জনকে আসামি করা হয়।