স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে ভারত
- আপডেট সময় : ০১:০২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
চলমান হামাস ও ইসরায়েলের সংঘাতে নিজেদের অবস্থান স্পষ্ট করলো ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিনে ‘দুই রাষ্ট্র’ সমাধান এবং স্বাধীন ফিলিস্তিনের অধিকারকে সমর্থন করে ভারত।
বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
টেলিগ্রাফের এক প্রতিবেদনে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বলেন, ইসরায়েলের পাশাপাশি স্বীকৃত সীমানার মধ্যে বসবাসকারী ফিলিস্তিনিদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সরাসরি আলোচনা আবারও শুরু করা দরকার।
এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) লেখেন, ভারতের জনগণ ইসরায়েলের পাশে আছে। সব ধরনের সন্ত্রাসের নিন্দা করে ভারত।
এদিকে ইসরায়েলে আটকে পড়া নিজেদের নাগরিকদের দেশে ফেরাতে বৃহস্পতিবার থেকে বিশেষ বিমান পাঠানো শুরু করছে ভারত। তেল আবিবে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, ইসরায়েলে প্রায় ১৮ হাজার ভারতীয় বাস করেন। এছাড়া ফিলিস্তিনের বিভিন্ন এলাকা, এমনকি গাজাতেও কয়েকজন ভারতীয় আটকে আছেন বলে জানিয়েছেন সরকার।
ইসরায়েল ও ফিলিস্তিন থেকে নিজ নাগরিকদের দেশে ফেরানোর এই কার্যক্রমের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন অজয়’। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে ‘অপারেশন অজয়ের’ প্রস্তুতি খতিয়ে দেখেন।
এই অপারেশনের অধীনে ২১২ ভারতীয়কে নিয়ে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দর থেকে প্রথম ফ্লাইট দিল্লিতে পৌঁছেছে।
ইসরায়েলের স্থানীয় সময় অনুযায়ী, ভারতীয় নাগরিক ভর্তি এই ফ্লাইটটি রাত ৯টায় বেন গুরিয়ন বিমানবন্দর থেকে যাত্রা করে। এয়ার ইন্ডিয়ার বিমান এই ফ্লাইটে ২১২ জন যাত্রী দিল্লি পৌঁছেছেন।