মারা গেছেন থ্রি ইডিয়টস অভিনেতা মাধব

- আপডেট সময় : ০৯:৪৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
- / ৩৪৬ বার পড়া হয়েছে

অভিনয় শুরু করেছিলেন থিয়েটার থেকে। সে কোন ছোটবেলা এসেছিলেন সিনেদুনিয়ায়! সেজেছিলেন ছোট্ট শ্যাম; তাঁর এ একটি চরিত্রের কারণে দারুণ প্রশংসা পেয়েছিলেন। তারপর আর ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ এত বছর তিনি অভিনয় করেছেন। তবে বেশি পরিচিতি পান ‘থ্রি ইডিয়টস’ চলচ্চিত্র দিয়ে। তিনি হচ্ছেন ভারতের মারাঠি অভিনেতা মাধব ভেজ।
মারা গেছেন মারাঠি সিনেমার উজ্জ্বল এ তারকা। চলচ্চিত্রের পাশাপাশি মঞ্চ অভিনেতা হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। বরেণ্য এ অভিনেতার মৃত্যুতে শোকাহত মারাঠি ফিল্ম ইন্ডাস্ট্রি। জানা গেছে, মৃত্যুকালে মাধবের বয়স হয়েছিল ৮৫ বছর।
১৯৩৯ সালে জন্ম মাধব ভেজের। ১৯৫৩ সালে ‘শ্যামছি আই’ ছবিতে বাচ্চা শ্যামের ভূমিকায় তাকে প্রথম অভিনয় করতে দেখা যায়। বেশ কিছু বছর থিয়েটারে কাজ করেছেন। লাগাতার থিয়েটারের মঞ্চে তাকে দেখা গেছে একের পর এক দুর্দান্ত অভিনয় করতে। সঙ্গে ইংরেজি সাহিত্যে প্রফেসর ছিলেন তিনি।
শুধু যে মারাঠি ছবিতে অভিনয় করেছেন এমন না; বলিউডের বেশ কয়েকটি ছবিতে তিনি কাজ করেছেন। কিছু কিছু তো অনেকের ভীষণ পছন্দের চলচ্চিত্র। তার মধ্যে, আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’, ‘ডিয়ার জিন্দেগি’, ‘ছপ্পোর ফারকের’ মতো ছবি উল্লেখযোগ্য। থ্রি ইডিয়টস সিনেমাটিতে আলি ফজলের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।