ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যুক্তরাষ্ট্র–চীন ৯০ দিনের জন্য শুল্ক প্রত্যাহারে রাজি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র ও চীন আগামী ৯০ দিনের জন্য পরস্পরের বিরুদ্ধে আরোপিত শুল্ক প্রত্যাহার করতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। আজ সোমবার দুই দেশের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বাণিজ্য আলোচনার পর আজ এই ঘোষণা এল।

যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ বলেছে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর সাময়িকভাবে তার শুল্ক ১৪৫ শতাংশ থেকে ৩০ শতাংশে কমিয়ে আনবে। অন্যদিকে চীন মার্কিন পণ্যের ওপর তার শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।

এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে; অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে। বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পদ্ধতিতে পুরো বিষয়টি নতুন করে সাজানো হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কল্যাণে আমরা দেখতে চাই, মার্কিন ব্যবসা-বাণিজ্যের জন্য চীন দুয়ার খুলে দিচ্ছে। বড় অগ্রগতি হয়েছে।’

সুইজারল্যান্ডের জেনেভায় গত কয়েকদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির প্রমুখ অংশ নিয়েছিলেন।

বৈঠক শেষে আজ সোমবার দুই দেশের তরফ থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা এল।

নিউজটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র–চীন ৯০ দিনের জন্য শুল্ক প্রত্যাহারে রাজি

আপডেট সময় : ০৩:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

যুক্তরাষ্ট্র ও চীন আগামী ৯০ দিনের জন্য পরস্পরের বিরুদ্ধে আরোপিত শুল্ক প্রত্যাহার করতে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। আজ সোমবার দুই দেশের যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের দীর্ঘ বাণিজ্য আলোচনার পর আজ এই ঘোষণা এল।

যৌথ বিবৃতিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির এই দুই দেশ বলেছে, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর সাময়িকভাবে তার শুল্ক ১৪৫ শতাংশ থেকে ৩০ শতাংশে কমিয়ে আনবে। অন্যদিকে চীন মার্কিন পণ্যের ওপর তার শুল্ক ১২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করবে।

এর আগে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বড় অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার ট্রাম্প তাঁর নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘সুইজারল্যান্ডে চীনের সঙ্গে ভালো বৈঠক হয়েছে। অনেক বিষয়ে আলোচনা হয়েছে; অনেক ক্ষেত্রেই ঐকমত্য হয়েছে। বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক পদ্ধতিতে পুরো বিষয়টি নতুন করে সাজানো হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র উভয়ের কল্যাণে আমরা দেখতে চাই, মার্কিন ব্যবসা-বাণিজ্যের জন্য চীন দুয়ার খুলে দিচ্ছে। বড় অগ্রগতি হয়েছে।’

সুইজারল্যান্ডের জেনেভায় গত কয়েকদিন ধরে চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির প্রমুখ অংশ নিয়েছিলেন।

বৈঠক শেষে আজ সোমবার দুই দেশের তরফ থেকে শুল্ক প্রত্যাহারের ঘোষণা এল।