ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি জানিয়ে মোদির হুঁশিয়ারি

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলেও পাল্টাপাল্টি হুমকি ধামকি অব্যাহত থাকায় উত্তেজনা কমেনি। সবশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দু’দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে না সেটি ধারণা করা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অপারেশন সিন্দুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে।’

পেহেলগামের হামলার পর ভারতের অভিযোগের তীর ছিল পাকিস্তানের দিকে। তারই ধারাবাহিকতায় গত ৭ মে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এরপর পাল্টাপাল্টি ড্রোন হামলা, সীমান্তে গোলাগুলি এবং বিমান হামলার ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে দু’দেশের সংঘাতময় কর্মকাণ্ড।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা থেকে শুরু করে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ এবং যুদ্ধবিরতির বিষয়ে জাতির উদ্দেশ্যে ২২ মিনিটের এ ভাষণ দেন মোদি।

তিনি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামী দিনগুলোতে পাকিস্তান কী ধরনের মনোভাব গ্রহণ করবে সে অনুযায়ী মানদণ্ড পরিমাপ করবো। আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি।’

ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, বরং তাদের মনোবলও গুড়িয়ে দিয়েছে।’

অপারেশন সিন্দুরের বিষয়ে তিনি আরও বলেন, ‘অপারেশন সিন্দুর কেবল একটি অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের নীতিতে একটি মতবাদগত পরিবর্তন। যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে।’ ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলেও জানান ভারতের সরকার প্রধান।

নিউজটি শেয়ার করুন

‘অপারেশন সিন্দুর’ শেষ হয়নি জানিয়ে মোদির হুঁশিয়ারি

আপডেট সময় : ১২:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হলেও পাল্টাপাল্টি হুমকি ধামকি অব্যাহত থাকায় উত্তেজনা কমেনি। সবশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে দু’দেশের সম্পর্ক ইতিবাচক দিকে এগোচ্ছে না সেটি ধারণা করা যাচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার (১২ মে) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে মোদি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘অপারেশন সিন্দুর শেষ হয়নি, এটি কেবল স্থগিত রাখা হয়েছে।’

পেহেলগামের হামলার পর ভারতের অভিযোগের তীর ছিল পাকিস্তানের দিকে। তারই ধারাবাহিকতায় গত ৭ মে পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ‘অপারেশন সিন্দুর’ অভিযান চালায় ভারত। এরপর পাল্টাপাল্টি ড্রোন হামলা, সীমান্তে গোলাগুলি এবং বিমান হামলার ঘটনা ঘটে। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় থামে দু’দেশের সংঘাতময় কর্মকাণ্ড।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলা থেকে শুরু করে পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ এবং যুদ্ধবিরতির বিষয়ে জাতির উদ্দেশ্যে ২২ মিনিটের এ ভাষণ দেন মোদি।

তিনি বলেন, ‘পাকিস্তানের জানা উচিত, হামলা এখনও শেষ হয়নি। সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পাকিস্তানের পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেয়ার পরেই এগুলো কেবল স্থগিত করা হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আগামী দিনগুলোতে পাকিস্তান কী ধরনের মনোভাব গ্রহণ করবে সে অনুযায়ী মানদণ্ড পরিমাপ করবো। আমি আবারও বলছি, আমরা কেবল আমাদের প্রতিশোধমূলক পদক্ষেপ স্থগিত করেছি।’

ভারতের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল বলে উল্লেখ করেন তিনি। বলেন, ‘ভারত তার নির্ভুল হামলার মাধ্যমে কেবল পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোই ভেঙে দেয়নি, বরং তাদের মনোবলও গুড়িয়ে দিয়েছে।’

অপারেশন সিন্দুরের বিষয়ে তিনি আরও বলেন, ‘অপারেশন সিন্দুর কেবল একটি অভিযান নয়, বরং সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের ভারতের নীতিতে একটি মতবাদগত পরিবর্তন। যেখানেই সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেখানেই ভারত আক্রমণ করবে।’ ভারত কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না বলেও জানান ভারতের সরকার প্রধান।