ভারতীয় হামলায় ৫১ জন নিহত : আইএসপিআর

- আপডেট সময় : ০১:০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
- / ৩৬১ বার পড়া হয়েছে

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষে ভারতীয় বিমান হামলায় সশস্ত্র বাহিনীর ১১ সদস্য ও ৪০ বেসামরিক নাগরিকসহ মোট ৫১ জন শহীদ হয়েছেন।
সেনাবাহিনীর মিডিয়া উইং এই ‘বর্বরোচিত’ হামলায় হতাহতের হালনাগাদ সংখ্যা প্রকাশ করে বলেছে, ভারতীয় সশস্ত্র বাহিনী ৬ ও ৭ মে রাতে নারী, শিশু ও বৃদ্ধসহ নিরীহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বিনা উস্কানিতে ও নিন্দনীয় নৃশংস হামলা চালিয়েছে।
সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, ভারতীয় হামলায় ১২১ জন বেসামরিক নাগরিক এবং ৭৮ জন সেনা সদস্য আহত হয়েছেন।
আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, ‘এই বর্বরোচিত হামলার ফলে ৪০ জন বেসামরিক লোক শহীদ হয় – তাদের মধ্যে ৭ জন নারী ও ১৫ জন শিশু – এবং ১০ জন মহিলা ও ২৭ জন শিশুসহ ১২১ জন আহত হয়।
সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, এই মারাত্মক আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী মার্ক-ই-হকের ব্যানারে দৃঢ় প্রতিক্রিয়া জানায় এবং অপারেশন বুনিয়ান-উম-মারসুসের মাধ্যমে সুনির্দিষ্ট ও নচ-আপ প্রতিশোধমূলক হামলা চালায়।
বিবৃতিতে আরও বলা হয়, দৃষ্টান্তমূলক বীরত্বের সঙ্গে মাতৃভূমি রক্ষা করতে গিয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনীর ১১ জন সদস্য শাহাদাত বরণ করেন এবং ৭৮ জন আহত হন।
আইএসপিআর শহীদ কর্মীদের নামও প্রকাশ করেছে, যা নিম্নরূপ:
নায়েক আব্দুল রেহমান, ল্যান্স নায়েক দিলাওয়ার খান, ল্যান্স নায়েক ইকরামুল্লাহ, নায়েক ওয়াকার খালিদ, সিপাহী মুহাম্মদ আদিল আকবর, সিপাহী নিসার। স্কোয়াড্রন লিডার উসমান ইউসুফ, চিফ টেকনিশিয়ান আওরঙ্গজেব, সিনিয়র টেকনিশিয়ান নাজিব, করপোরাল টেকনিশিয়ান ফারুক, সিনিয়র টেকনিশিয়ান মুবাশির।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, শহীদদের আত্মত্যাগ সাহস, নিষ্ঠা ও অবিচল দেশপ্রেমের এক স্থায়ী প্রতীক, যা জাতির স্মৃতিতে চিরভাস্বর হয়ে থাকবে।
সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, পাকিস্তানের জনগণের সাথে সশস্ত্র বাহিনী শহীদ বেসামরিক নাগরিক ও সামরিক সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে।
তিনি বলেন, আগ্রাসনের মুখে দেশ দৃঢ়প্রতিজ্ঞ। কোনো অস্পষ্টতা যেন না থাকে, পাকিস্তানের সার্বভৌমত্ব বা আঞ্চলিক অখণ্ডতাকে চ্যালেঞ্জ করার যে কোনো প্রচেষ্টা দ্রুত, পূর্ণাঙ্গ ও নিষ্পত্তিমূলক জবাব দেবে ইনশাল্লাহ।
পাকিস্তান সশস্ত্র বাহিনী “অপারেশন বুনিয়ান-উম-মারসুস” নামে একটি বড় আকারের প্রতিশোধমূলক সামরিক অভিযান শুরু করে এবং একাধিক অঞ্চল জুড়ে বেশ কয়েকটি ভারতীয় সামরিক হামলা লক্ষ্য করে।
নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের জবাবে কর্মকর্তারা এই হামলাকে “সুনির্দিষ্ট এবং আনুপাতিক” বলে বর্ণনা করেছেন, যা নয়াদিল্লি দাবি করেছে যে গত মাসে ভারত অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরে (আইআইওজেকে) পহেলগাঁও হামলার প্রতিক্রিয়ায় “সন্ত্রাসী লক্ষ্যবস্তু” লক্ষ্য করা হয়েছিল।
অন্তত ৮৭ ঘণ্টা পর গত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মধ্য দিয়ে দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধ শেষ হয়।