ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

তুরস্কে ইউক্রেন নিয়ে বৈঠকে থাকছেন না পুতিন

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনে শান্তি আলোচনার জন্য ডাকা বৈঠকে থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলে ওই আলোচনায় যোগদানের জন্য ক্রেমলিনের তালিকাভুক্ত তালিকায় নাম নেই তাঁর। আজ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তাঁর উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। এ আলোচনায় যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি তাঁর যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসি লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে যোগদানের আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি এখন এতে থাকছেন না। ক্রেমলিনের বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী মেদিনস্কির নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

জেলেনস্কি আগে জানিয়েছিলেন, তিনি আলোচনায় যোগ দেবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট সম্মত হলে পুতিনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করবেন। মুখোমুখি বৈঠক নিশ্চিত করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আলোচনাটি স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তাম্বুলের ডোলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত হবে এবং সংবাদমাধ্যমের জন্য এর দ্বারা বন্ধ থাকবে।

জেলেনস্কি বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দেখা করার জন্য থাকবেন। তিনি বলেন, তিনি রাশিয়ার সাথে ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় যোগ দেবেন, তবে কেবল যদি পুতিন উপস্থিত থাকেন।

ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া থেকে কে আসবেন তা দেখার জন্য আমি অপেক্ষা করছি। তারপর আমি সিদ্ধান্ত নেব, ইউক্রেন কোন পদক্ষেপ নেবে। এখনও পর্যন্ত, মিডিয়াতে তাদের কাছ থেকে আসা সংকেতগুলো বিশ্বাসযোগ্য নয়।

পুতিন এবং জেলেনস্কি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ব্যক্তিগতভাবে দেখা করেননি। রাশিয়া এবং ইউক্রেন সর্বশেষ ২০২২ সালের মার্চ মাসে ইস্তাম্বুলে সরাসরি আলোচনা করেছিল। এর কিছুদিন আগেই মস্কো তার প্রতিবেশীর ওপর পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে।

এএফপি লিখেছে, প্রায় তিন বছর ধরে যুদ্ধ বন্ধে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট এই প্রস্তাবে রাজি হলে আলোচনার স্থান হিসেবে বেছে নেওয়া হয় তুরস্কের ইস্তাম্বুল। তবে নিজে প্রস্তাব দিয়ে নিজেই আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট।

নিউজটি শেয়ার করুন

তুরস্কে ইউক্রেন নিয়ে বৈঠকে থাকছেন না পুতিন

আপডেট সময় : ০৩:৩১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

ইউক্রেনে শান্তি আলোচনার জন্য ডাকা বৈঠকে থাকছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বৃহস্পতিবার ইস্তাম্বুলে ওই আলোচনায় যোগদানের জন্য ক্রেমলিনের তালিকাভুক্ত তালিকায় নাম নেই তাঁর। আজ বৃহস্পতিবার বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রতিবেদন বলছে, রুশ প্রেসিডেন্টের পরিবর্তে আলোচনায় প্রতিনিধিত্ব করবেন তাঁর উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি। এ আলোচনায় যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য তিনি তাঁর যোগ দেওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিবিসি লিখেছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ প্রেসিডেন্টকে যোগদানের আহ্বান জানিয়েছিলেন। তবে তিনি এখন এতে থাকছেন না। ক্রেমলিনের বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী মেদিনস্কির নেতৃত্বে প্রতিনিধিদলের বৈঠকে যোগ দেওয়ার কথা বলা হয়েছে।

জেলেনস্কি আগে জানিয়েছিলেন, তিনি আলোচনায় যোগ দেবেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট সম্মত হলে পুতিনের সাথে ব্যক্তিগতভাবে দেখা করবেন। মুখোমুখি বৈঠক নিশ্চিত করার জন্য তিনি যথাসাধ্য চেষ্টা করবেন।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্রের বরাত দিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা তাস জানিয়েছে, আলোচনাটি স্থানীয় সময় সকাল ১০টায় ইস্তাম্বুলের ডোলমাবাহচে প্রাসাদে অনুষ্ঠিত হবে এবং সংবাদমাধ্যমের জন্য এর দ্বারা বন্ধ থাকবে।

জেলেনস্কি বৃহস্পতিবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দেখা করার জন্য থাকবেন। তিনি বলেন, তিনি রাশিয়ার সাথে ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় যোগ দেবেন, তবে কেবল যদি পুতিন উপস্থিত থাকেন।

ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, রাশিয়া থেকে কে আসবেন তা দেখার জন্য আমি অপেক্ষা করছি। তারপর আমি সিদ্ধান্ত নেব, ইউক্রেন কোন পদক্ষেপ নেবে। এখনও পর্যন্ত, মিডিয়াতে তাদের কাছ থেকে আসা সংকেতগুলো বিশ্বাসযোগ্য নয়।

পুতিন এবং জেলেনস্কি ২০১৯ সালের ডিসেম্বর থেকে ব্যক্তিগতভাবে দেখা করেননি। রাশিয়া এবং ইউক্রেন সর্বশেষ ২০২২ সালের মার্চ মাসে ইস্তাম্বুলে সরাসরি আলোচনা করেছিল। এর কিছুদিন আগেই মস্কো তার প্রতিবেশীর ওপর পূর্ণ মাত্রার আক্রমণ শুরু করে।

এএফপি লিখেছে, প্রায় তিন বছর ধরে যুদ্ধ বন্ধে সম্প্রতি ইউক্রেনের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট এই প্রস্তাবে রাজি হলে আলোচনার স্থান হিসেবে বেছে নেওয়া হয় তুরস্কের ইস্তাম্বুল। তবে নিজে প্রস্তাব দিয়ে নিজেই আলোচনায় থাকছেন না রুশ প্রেসিডেন্ট।