গাজায় একদিনে ১৩৯ ফিলিস্তিনিকে হত্যা

আর্ন্তজাতিক ডেস্ক
- আপডেট সময় : ০১:২৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে

গাজায় একদিনে কমপক্ষে ১৩৯ জন ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইলি সেনারা। বৃহস্পতিবার ভোর থেকে উপত্যকাজুড়ে বিরামহীনভাবে চালানো হয় এ হত্যাযজ্ঞ।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাবালিয়া শরণার্থী শিবিরের আল-তওবা মেডিকেল ক্লিনিক ছিন্নভিন্ন করে দেয়া হয় হামলায়। প্রাণ যায় শিশুসহ ১৩ জনের। স্থল অভিযানের পাশাপাশি উত্তর থেকে শুরু করে দক্ষিণাঞ্চল পর্যন্ত পুরো উপত্যকায় বিমান হামলা চলে রাতভর।
অবরুদ্ধ পশ্চিম তীরেও এদিন ফিলিস্তিনি পতাকা, যানবাহন পুড়িয়ে দেয় ইসরাইলি দখলদাররা। যুদ্ধকবলিত উপত্যকায় অনাহারেও মরছে মানুষ। এ অবস্থায় ত্রাণ প্রবেশ করতে দিতে আড়াই মাসের অবরোধ শিথিলে ইসরাইলকে চাপ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন সিনেটররা।