দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি সুষ্ঠু নির্বাচন : ফারুক

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:৩৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগ ও সাম্য হত্যার ঘটনা তদন্ত করে কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক। তিনি বলেন, কাউকেই আর ফেরানো যাবে না। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এখন জরুরি অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
শুক্রবার (১৬ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টির এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
মানবিক করিডর ইস্যুতে ফারুক বলেন, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে একটি নির্বাচিত সরকার। বর্তমান সরকারের দায়িত্ব হচ্ছে জনগণকে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয়া।
তিনি আরও বলেন, সরকারের গুরু দায়িত্ব হলো দেশের মানুষের কাছে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া। যদি তা হয়, তাহলে জুলাই আন্দোলনে শহিদদের আত্মা শান্তি পাবে।