‘বাংলাদেশ সাম্প্রদায়িকতার কাছে মাথা নত করে না’
- আপডেট সময় : ০৭:৪২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ৪৩১ বার পড়া হয়েছে
নির্বাচন এলে সাম্প্রদায়িক অপশক্তি ফণা তোলার চেষ্টা করে, তবে বাঙালি কখনো সাম্প্রদায়িকতার কাছে পরাজিত হয় না বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যসম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ।
শনিবার (১৪ই অক্টোবর) সকালে, রাজধানীর বনানী মাঠে গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজিত শুভ মহালয়া অনুষ্ঠানে অংশ নিয়ে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তা ও মানুষের সামর্থ্য আছে বলেই দিন দিন দূর্গা মণ্ডপের সংখ্যা বাড়ছে। বাংলাদেশে সকল উৎসবে হিন্দু-মুসলিম-খৃষ্টান-বৌদ্ধ সবাই যোগ দেয়। তাই ধর্মের গণ্ডি পেরিয়ে উৎসবগুলো সার্বজনীন রূপ লাভ করে।
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে প্রতিবছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। দেশের নিরাপত্তা এবং মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে, মানুষের সামর্থ্য আছে বলে সম্ভব হয়েছে। কিন্তু দুঃখজনক ভাবে আমরা ধর্ম পালন করতে গিয়ে ধর্মের মূলবাণী থেকে দূরে সরে যাই। এ কারণেই পৃথিবীতে এত হানাহানি।’
এসময় সাম্প্রদায়িক শক্তির অপচেষ্টা থেকে দূরে থাকতে সবাইতে আহ্বান জানান তিনি।