বার্ষিক খরচ কমাতে নিশান বন্ধ করছে জাপানের দুই কারখানা

- আপডেট সময় : ০১:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৩৫৫ বার পড়া হয়েছে

বার্ষিক খরচ কমাতে জাপানে অবস্থিত দু’টি গাড়ি সংযোজন কারখানা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির বহুজাতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান।
চলতি বছরে শেষ প্রান্তিকে মোট জনবলের ১৫ শতাংশ কমানোর পরিকল্পনা আছে জাপানের তৃতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা এই প্রতিষ্ঠানটির। এতদিন জাপানের বিভিন্ন শহরে মোট ৫টি গাড়ি সংযোজন কারখানা ছিল নিশানের।
যা এখন কমিয়ে ৩টিতে সীমাবদ্ধ করা হচ্ছে। এছাড়া আগামী কয়েকদিনের মধ্যে মেক্সিকোর একটি কারখানা বন্ধের ঘোষণা আসতে পারে বলে জানাচ্ছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
চলতি সপ্তাহের শুরুতে বার্ষিক ব্যয় কমানোর পরিকল্পনার অংশ হিসেবে বেশ কিছু কারখানা বন্ধের আভাস দিয়েছিলো প্রতিষ্ঠানটি। জাপান-মেক্সিকো ছাড়াও বিশ্বের আরও কয়েকটি দেশে অবস্থিত কারখানা থেকে উৎপাদন বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিশান।
এই তালিকায় আছে আর্জেন্টিনা ও ভারত। রয়টার্স আরো বলছে, সবমিলিয়ে কারখানার সংখ্যা ১৭ থেকে কমিয়ে ১০ এ নিয়ে আসবে নিশান। এতে করে বিশ্বজুড়ে চাকরি হারাবেন অন্তত ১০ হাজার কর্মী।