ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারতীয় নিষেধাজ্ঞায় ভোমরা স্থলবন্দরে শিশুখাদ্য রপ্তানিতে শঙ্কা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৩৫১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই বন্দরের মাধ্যমে বর্তমানে কেবল প্রক্রিয়াজাত শিশুখাদ্য ভারতে রপ্তানি হয়। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব সামগ্রী রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) শনিবার (১৭ মে) এক নির্দেশনায় জানায়, বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীসহ বেশকিছু পণ্য ভারতের নির্দিষ্ট স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার ফলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে এসব পণ্য প্রবেশ নিষিদ্ধ থাকবে।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভোমরা বন্দর দিয়ে খুব অল্প পরিমাণ প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হয়ে থাকে। তাছাড়া কাপড় বা নিষেধাজ্ঞাার আওতায় থাকা অন্য পণ্য এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় না। ফলে এই বন্দরে রপ্তানির পরিমাণ কিছুটা কমলেও বড় ধরনের প্রভাব পড়বে না।

তিনি বলেন, ‘এখনো ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ বা সিঅ্যন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কোন কিছু জানায়নি। আজ সকাল পর্যন্ত বন্দরে মাত্র ২ ট্রাক খাদ্য পণ্য ভারতে রপ্তানির জন্য এসেছে। বেলা ১২টার পর এসব ট্রাক ভারতে প্রবেশ করার কথা রয়েছে। দুপুরের পর এ বিষয়ে আরো বিস্তারিত বলতে পারব।’

নিউজটি শেয়ার করুন

ভারতীয় নিষেধাজ্ঞায় ভোমরা স্থলবন্দরে শিশুখাদ্য রপ্তানিতে শঙ্কা

আপডেট সময় : ০২:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশি কিছু পণ্যের প্রবেশে নিষেধাজ্ঞা জারির প্রেক্ষিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের রপ্তানি কার্যক্রমে কিছুটা প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। এই বন্দরের মাধ্যমে বর্তমানে কেবল প্রক্রিয়াজাত শিশুখাদ্য ভারতে রপ্তানি হয়। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব সামগ্রী রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) শনিবার (১৭ মে) এক নির্দেশনায় জানায়, বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রীসহ বেশকিছু পণ্য ভারতের নির্দিষ্ট স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে পারবে না। এই নিষেধাজ্ঞার ফলে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম এবং পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি সীমান্ত দিয়ে এসব পণ্য প্রবেশ নিষিদ্ধ থাকবে।

ভোমরা বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভোমরা বন্দর দিয়ে খুব অল্প পরিমাণ প্রক্রিয়াজাত খাদ্য রপ্তানি হয়ে থাকে। তাছাড়া কাপড় বা নিষেধাজ্ঞাার আওতায় থাকা অন্য পণ্য এই বন্দর দিয়ে ভারতে রপ্তানি হয় না। ফলে এই বন্দরে রপ্তানির পরিমাণ কিছুটা কমলেও বড় ধরনের প্রভাব পড়বে না।

তিনি বলেন, ‘এখনো ভারতীয় কাস্টম কর্তৃপক্ষ বা সিঅ্যন্ডএফ এজেন্ট কর্তৃপক্ষ আমাদের এ বিষয়ে কোন কিছু জানায়নি। আজ সকাল পর্যন্ত বন্দরে মাত্র ২ ট্রাক খাদ্য পণ্য ভারতে রপ্তানির জন্য এসেছে। বেলা ১২টার পর এসব ট্রাক ভারতে প্রবেশ করার কথা রয়েছে। দুপুরের পর এ বিষয়ে আরো বিস্তারিত বলতে পারব।’