ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

স্থলপথে ভারতের আমদানি বিধিনিষেধ, আনুষ্ঠানিক চিঠি পায়নি বাণিজ্য মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৩৬৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্থলপথে কিছু পণ্যে ভারতের আমদানি বন্ধের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় এখনো চিঠি পায়নি। আজ (রোববার, ১৮ মে) সচিবালায়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সঙ্গে দুই দেশের স্বার্থই জড়িত রয়েছে, তাই আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।’

এর আগে শনিবার (১৭ মে) ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নিষেধাজ্ঞার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি)।

এতে বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের উদ্দেশে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।

নিউজটি শেয়ার করুন

স্থলপথে ভারতের আমদানি বিধিনিষেধ, আনুষ্ঠানিক চিঠি পায়নি বাণিজ্য মন্ত্রণালয়

আপডেট সময় : ০২:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, স্থলপথে কিছু পণ্যে ভারতের আমদানি বন্ধের বিষয়টি বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে এসেছে, তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয় এখনো চিঠি পায়নি। আজ (রোববার, ১৮ মে) সচিবালায়ে বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘যেহেতু স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির সঙ্গে দুই দেশের স্বার্থই জড়িত রয়েছে, তাই আনুষ্ঠানিক চিঠি পেলে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে।’

এর আগে শনিবার (১৭ মে) ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক ও কিছু প্রক্রিয়াজাত পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি। নিষেধাজ্ঞার বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি)।

এতে বলা হয়, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটানের উদ্দেশে পরিবহন করা বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না।